মস্কোযাত্রায় পিছু হটলো ভাগনার গ্রুপ

আন্তর্জাতিক ডেস্ক

জুন ২৫, ২০২৩, ০৮:২৩ এএম

মস্কোযাত্রায় পিছু হটলো ভাগনার গ্রুপ

মস্কোর দিকে যাত্রা থামিয়ে দিয়েছে ভাড়াটে যোদ্ধাদের বাহিনী ভাগনার গ্রুপ। ছবি: সংগৃহীত

বেশ উত্তেজনা ছড়িয়েছিল রাশিয়ার রাজধানী মস্কো অভিমুখে যাত্রা করা ভাড়াটে যোদ্ধা বাহিনী ভাগনার গ্রুপ। বিশ্বের সবার নজর ছিল ওই বাহিনীর এমন তৎপরতায়। কিন্তু শেষ পর্যন্ত তারা মস্কো অভিমুখে যাত্রা স্থগিত করেছে। ভাগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোশিন নিজেই জানিয়েছেন এ কথা। নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক অডিওবার্তায় মস্কোযাত্রা স্থগিতের ঘোষণা দেন তিনি। ফলে দিনভর চলা উদ্বেগ, উত্তেজনার আপাতঃ অবসান হলো।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থততায় মস্কো অভিমুখে যাত্রা বন্ধ করতে রাজি হয়েছে প্রিগোশিন। এমন খবরই দিচ্ছে রুশবিরোধী পশ্চিমা মিডিয়াগুলো।

এদিকে রুশ সমর্থিত কয়েকটি মিডিয়া লুকাশেঙ্কোকে উদ্ধৃত করে জানায়, বেলারুশের প্রেসিডেন্টের সাথে আলোচনার পরই ভাগনার প্রধান প্রিগোশিন মস্কো অভিযান বন্ধ করতে রাজি হন। দিনভর উত্তেজনার মধ্যে মস্কোতে ঝুঁকি এড়াতে কর্মস্থলে ছুটিও ঘোষণা করেছিল রাশিয়া। যদিও এ খবর নিরপেক্ষ সূত্র থেকে নিশ্চিত করা যায়নি।

উত্তেজনার মধ্যেও দুই পক্ষে সমঝোতার সম্ভাব্য একটি গ্রহণযোগ্য উপায় বের করার চেষ্টা করছে বেলারুশ। পাশাপাশি ভাগনার যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়েছে। প্রেসিডেন্ট পুতিনের সম্মতি নিয়েই লুকাশেঙ্কো ও প্রিগোশিন এ বিষয়ে আলোচনা করেছেন।

প্রসঙ্গত, শনিবার রাশিয়ার ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান মস্কোর বিরুদ্ধে ভাগনার বিদ্রোহ ঘোষণা করে। দলবল নিয়ে ভাগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোশিন মস্কোর দিকে এগুতে থাকেন। খবরটি মূহুর্তে সারাবিশ্বে ছড়িয়ে পড়ে। 

সূত্র: বিবিসি

Link copied!