মাছ ধরা নিয়ে জাপান-রাশিয়ার চুক্তি

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৪, ২০২২, ০৬:১২ পিএম

মাছ ধরা নিয়ে জাপান-রাশিয়ার চুক্তি

যুক্তরাষ্ট্রের ঘনিষ্ট মিত্রদেশ  জাপান রাশিয়ার উপর নানা নিষেধাজ্ঞা জারি করলেও রাশিয়ার সঙ্গে নতুন চুক্তি মোটেও আটকে নেই জাপানের। স্যামন ও ট্রাউট মাছ শিকার নিয়ে রাশিয়া ও জাপানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই চুক্তির ফলে নিজের ‘এক্সক্লুসিভ ইকোনোমিক জোন’ তথা ‘স্বতন্ত্র অর্থনৈতিক অঞ্চলে’ রাশিয়ায় জন্মানো ২ হাজার ৫০ টন স্যামন ও ট্রাউট মাছ শিকার করতে পারবেন জাপানের মৎসজীবীরা। এজন্য রাশিয়াকে ফি বাবদ প্রায় ২০ থেকে ৩০ কোটি ইয়েন দেবে জাপান।

গতবছরও মস্কো ও টোকিওর মধ্যে এই চুক্তি হয়েছিল। তবে এবছর ইউক্রেন যুদ্ধের কারণে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি হয়। তাই এই চুক্তি নিয়ে দেখা দিয়েছিল অনিশ্চয়তা।

Link copied!