মাঝরাতে মুখ্যমন্ত্রীর বাড়িতে পাঁচিল টপকে অজ্ঞাত লোকের প্রবেশ!

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ৩, ২০২২, ১১:০১ পিএম

মাঝরাতে মুখ্যমন্ত্রীর বাড়িতে পাঁচিল টপকে অজ্ঞাত লোকের প্রবেশ!

আবারও বড়সড় গাফিলতি ধরা পড়ল ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায়। একুশের বিধানসভা নির্বাচনের সময়ে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর কনভয়ে নিরাপত্তার গাফিলতির কারণেই দুর্ঘটনায় আহত হয়েছিলেন মমতা। আবারও দেখা গেল তাঁর নিরাপত্তায় গাফিলতি রয়ে গিয়েছে। আর এই ঘটনা সামনে এল খাস কলকাতায় মুখ্যমন্ত্রীর বাড়িতে রাতভর এক অচেনা ব্যক্তি লুকিয়ে থাকতে সমর্থ হওয়ায়।

পুলিশ ওই ব্যক্তিকে আটক করে কালিঘাট থানায় নিয়ে গিয়েছে। তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। সেই সঙ্গে কেন সে মুখ্যমন্ত্রীর বাড়িতে এভাবে লুকিয়ে ছিল তাও খতিয়ে দেখা হচ্ছে।

আনন্দবাজার, আজকাল, টাইমস অব ইন্ডিয়া, সংবাদ প্রতিদিনসহ বেশ কয়েকটি প্রতিবেদনের খবরে বলা হয়, শনিবার মাঝরাতে কোনও এক সময়ে ওই ব্যক্তি মুখ্যমন্ত্রীর বাড়ির পাঁচিল টপকে ভেতরে ঢুকে পড়েছিল। সারা রাত সে ঘাপটি মেরে বাড়ির মধ্যেই লুকিয়ে ছিল।

রবিবার বেলা বাড়ার সাথে সাথে মুখ্যমন্ত্রীর বাড়ির লোকেরা ওই ব্যক্তির সন্ধান পায়। মুখ্যমন্ত্রী হওয়ার সুবাদে মমতা বন্দ্যোপাধ্যায় জেড ক্যাটাগরির নিরাপত্তা পান। তার জেরে তাঁর বাড়ি সর্বক্ষণই ঘিরে থাকে নিরাপত্তারক্ষীরা। বিশেষ করে কলকাতা ও রাজ্য পুলিশ। তার পরেও সকলের চোখে ফাঁকি দিয়ে কীভাবে ওই ব্যক্তি পাঁচিল টপকে মুখ্যমন্ত্রীর বাড়ির ভেতরে ঢুকে পড়ল ও দীর্ঘক্ষণ লুকিয়ে থাকতে সমর্থ হল তা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে। এই ঘটনা কার্যত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় কতবড় গাফিলতি রয়েছে।

পুলিশ সূত্রের জানা গিয়েছে, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি কোথা থেকে এসেছেন, কেন এসেছেন সেসব যেমন জানার চেষ্টা করা হচ্ছে তেমনি তার মানসিক অবস্থা কেমন তাও খতিয়ে দেখা হচ্ছে। নিছকই ভুলবশত তিনি এমন কাণ্ড ঘটিয়েছেন, নাকি এর পেছনে অন্য কোন কারণ আছে তাও তদন্ত করে দেখা হচ্ছে।

 

ঘটনার খবর পেয়ে এদিন বেলার দিকে মুখ্যমন্ত্রীর বাড়িতে যান কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। জানা গিয়েছে, ঘটনার জেরে শনিবার রাতে মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন সেই সব নিরাপত্তাকর্মী ও পুলিশকর্মীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে। প্রয়োজনে সাময়িক সাসপেন্ডও করা হতে পারে। দেওয়া হতে পারে শোকজ নোটিসও।

Link copied!