মাত্র দুই মিনিটে দেশ ত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন গনি

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৩১, ২০২১, ০৮:৪৩ পিএম

মাত্র দুই মিনিটে দেশ ত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন গনি

তালেবানের কাবুল দখলের দিন কেন আফগানিস্তানের ত্যাগের বিষয়ে মুখ খুলেছেন সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি। তিনি সেদিন সকালেও জানতেন না এমন কিছু ঘটবে। পালানোর সিদ্ধান্ত তাকে নিতে হয়েছিল দুই মিনিটের মধ্যে।

তার দাবী কাবুলকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতেই তিনি পালিয়েছিলেন।

বিবিসি রেডিও ফোরস এর টুডে অনুষ্ঠানে যুক্তরাজ্যের সাবেক প্রতিরক্ষা প্রধান জেনারেল নিক কার্টারকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন গনি।

গত আগস্টে আফগানিস্তানের রাজধানী কাবুল দখলে নেওয়ার পর দেশটির ক্ষমতায় আসে তালেবান সরকার।

সাক্ষাৎকারে আশরাফ গনি বলেন, ১৫ আগস্ট যখন ঘুম ভাঙে তখন তিনি জানতেন না যে এটিই আফগানিস্তানে তার শেষ দিন হবে। উড়োজাহাজ যখন ছাড়ল কেবল তখনই বুঝতে পেরেছিলেন যে তিনি আফগানিস্তান ছেড়ে চলে যাচ্ছেন।

সেদিনের কথা মনে করে গনি বলেন, দিনের শুরুতে কথা ছিল তালেবান কাবুলে ঢুকবে না। কিন্তু দুই ঘণ্টা পরই পরিস্থিতি বদলে যায়। দুদিক দিয়ে তালেবানদের দুটি দল ঢুকতে শুরু করে। সে সময় তালেবানদের সঙ্গে সাংঘাতিক সংঘর্ষ হওয়ার আশঙ্কা ছিল। এ রকম সংঘর্ষ হলে কাবুলের ৫০ লাখ মানুষের প্রাণ যেত। পুরো শহর ধ্বংস হয়ে যেত।

গনি বলেন, অনিচ্ছাস্বত্ত্বেও ঘনিষ্ঠ কয়েকজনকে তিনি কাবুল ছেড়ে চলে যেতে দিয়েছিলেন। নিজের স্ত্রীকেও তিনি চলে যেতে বলেন।

আশরাফ গনি আরও বলেন, ‘আমি জানতাম না আমরা কোথায় যাব। যখন আমরা উড়োজাহাজে উঠলাম কেবল তখনই বুঝতে পারলাম যে আমরা কাবুল ছেড়ে চলে যাচ্ছি।’

Link copied!