মারিউপুলের বাসিন্দারা কারো কাছে আত্মসমর্পন করবে না: মেয়র

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১৪, ২০২২, ১০:৪১ পিএম

মারিউপুলের বাসিন্দারা কারো কাছে আত্মসমর্পন করবে না: মেয়র

মারিউপুল শহরের মেয়র ভাদিম বইচেনকো জানিয়েছেন, মারিউপুল ইউক্রেনের অধীনে ছিলো এবং ইউক্রেনের অধীনেই থাকবে। রুশ বাহিনীর হামলার মুখে তারা আত্মসমর্পন করবে না। বন্দরনগরী মারিউপুল থেকে বের হওয়ার অপেক্ষায় আছেন ১ লাখ বেসামরিক নাগরিক। 

বুধবার (১৩ এপ্রিল) ইউক্রেনের ১ হাজার ২৪ জন সৈন্য রুশ বাহিনীর কাছে আত্নসমর্পন করেছে- আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে প্রচারিত এমন খবরকে ভিত্তিহীন বলেছেন বইচেনকো। কয়েক সপ্তাহ ধরে শহরটিতে রুশপন্থীদের সঙ্গে ইউক্রেনবাহিনীর ব্যাপক সংঘর্ষ চলছে। ওদিকে ইউক্রেনে রুশ সৈন্যদের ওপর নির্যাতনের অভিযোগের তদন্ত শুরু করেছে মস্কো। ইউক্রেনের জাপোরিজঝিয়া এবং মাইকোলেইভ এলাকা থেকে ওই রুশ সৈন্যদের বন্দি করা হয়। অন্যদিকে সুইডেন এবং ফিনল্যান্ড সম্প্রতি ন্যাটোর সদস্য হওয়ার তৎপরতা শুরু করায় ক্ষেপেছে রাশিয়া। ন্যাটোকে হুশিয়ারী দিয়ে মস্কো বলেছে, এই দুটি দেশকে ন্যাটোর সদস্য করা হলে ওই অঞ্চলটি ঘিরে পরমানু অস্ত্র মোতায়েন করা হবে।

ওদিকে কৃষ্ণসাগরে রুশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ মসকোভাতে হামলা চালিয়েছে ইউক্রেন। হামলায় যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্থ হওয়ার কথা স্বীকার করেছে রাশিয়া।  

Link copied!