মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সফর শেষেই গাজায় ইসরায়েলের বিমান হামলা

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২, ২০২৩, ০৪:১৭ পিএম

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সফর শেষেই গাজায় ইসরায়েলের বিমান হামলা

ফিলিস্তিনের গাজা উপত্যকায় আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের মধ্যপ্রাচ্য সফরের একদিন পরই কেঁপে ওঠে গাজা। তেলআবিবের দাবি, গাজায় হামাসের সশস্ত্র শাখার প্রশিক্ষণ কেন্দ্রে ওই হামলা চালানো হয়েছে।  

ফরাসি বার্তা সংস্থা এজেন্সি ফ্রান্স-প্রেস’র (এএফপি) প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহু সরকারের  দাবি ফিলিস্তিনি অঞ্চল থেকে ছোড়া রকেট প্রতিহত করার কয়েক ঘণ্টা পর ইসরাইল এ হামলা চালায়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলি সেনাবাহিনীও বিমান হামলার বিষয়টি এক বিবৃতি দিয়ে নিশ্চিত করেছে।

স্থানীয় নিরাপত্তা সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এএফপি’র প্রতিবেদনে বলা হয়, এজেদিন আল কাশাম ব্রিগেডের প্রশিক্ষণকেন্দ্রে অন্তত ৭বার হামলা চালানো হয়েছে। এটি ফিলিস্তিনের ইসলামি মুভমেন্ট হামাসের সশস্ত্র শাখা। গাজা উপত্যকার কেন্দ্রস্থলে আল মাগাযীতে প্রশিক্ষণকেন্দ্রটি অবস্থিত। ইসরায়েলি বাহিনী দ্বিতীয় হামলা চালায় গাজার দক্ষিণ পশ্চিমাঞ্চলে কাশাম ব্রিগেডের অপর এক প্রশিক্ষণকেন্দ্রে। ইসরায়েলের প্রথম বিমান হামলার পরই গাজা উপত্যকা থেকে ইসরাইলে পাল্টা কয়েকটি রকেট হামলা চালায় হামাস। 

সম্প্রতি ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার সাম্প্রতিক বিরোধ নিরসণে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন মধ্যপ্রাচ্য সফর করেন। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও  ফিলিস্তিনের প্রেসিডেন্টের সাথে সাক্ষাত করেন। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যে মিশন নিয়ে মধ্যপ্রাচ্য সফরে এসেছিলেন তা ব্যর্থতায় পরিণত হয়। ইসরায়েল-ফিলিস্তিনের  দ্বন্দ্বের কোনো সমাধান করতে পারেননি অ্যান্টনি ব্লিঙ্কেন। নিজেদের সমস্যা নিজেদেরই সমাধান করতে হবে জানিয়ে মধ্যপ্রাচ্য সফর শেষে দেশে ফিরে যান ব্লিঙ্কেন।   

প্রসঙ্গত, ফিলিস্তিনের জনবহুল শহর গাজায় ২০০৭ সালে হামাসের ক্ষমতা নেওয়ার পর থেকে একে অবরুদ্ধ করে রেখেছে ইসরাইল। গাজার বর্তমান জনসংখ্যা ২৩ লাখ।

Link copied!