মালিতে এক হামলায় ৪২ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন ২২ জন। তেসিত শহরের কাছে গত রবিবার হামলার এ ঘটনা ঘটে বলে গতকাল বুধবার জানিয়েছে দেশটির সরকার।
মালিতে দশকব্যাপী চলা সহিংসতার মধ্যে সাহেল অঞ্চলে এটি সবচেয়ে ভয়াবহ রক্তপাতের ঘটনা। দেশটির উত্তরাঞ্চলে শুরু হওয়া এ সহিংসতা মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চল ছাড়িয়ে বর্তমানে প্রতিবেশী বুরকিনা ফাসো ও নাইজারেও ছড়িয়ে পড়েছে।
এর আগে গত রবিবার (৭ আগস্ট) তিন দেশের সীমান্ত তেসিত শহরে সহিংসতা ঘটে।
সোমবার (৮ আগস্ট) সেনাবাহিনী ১৭ সেনা এবং চার বেসামরিক নাগরিকের প্রাণহানির কথা জানায়। একই সঙ্গে এ প্রাণহানির জন্য ইসলামিক স্টেট গ্রেটার সাহারাকে (আইএসজিএস) দায়ী করে কর্তৃপক্ষ। জঙ্গিরা এ সময়ে ড্রোন ও কামান ব্যবহার করে।