মিয়ানমার : বিক্ষোভে রাষ্ট্রীয় শক্তি প্রয়োগে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের নিন্দা

সুইটি আক্তার

ফেব্রুয়ারি ১০, ২০২১, ০৬:১৩ পিএম

মিয়ানমার : বিক্ষোভে রাষ্ট্রীয় শক্তি প্রয়োগে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের নিন্দা

সামরিক জান্তা বিরোধী বিক্ষোভে রাষ্ট্রীয় শক্তি প্রয়োগের নিন্দা জানিয়েছে জাতিসংঘ ও মার্কিন যুক্তরাষ্ট্র। গণতন্ত্র পুনর্বহাল ও দেশটির রাজনৈতিক নেতাদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

শান্তিপূর্ণ বিক্ষোভের জন্য জনগণের অধিকারের প্রতি শ্রদ্ধা দেখাতে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, সামরিক অভ্যুত্থানে জড়িত ব্যক্তিদের তাৎপর্যপূর্ণ পরিণতির মুখোমুখি করতে তারা কাজ করছে। এছাড়াও মিয়ানমারকে করা সহায়তার বিষয়টি তারা মূল্যায়ন করছে বলে জানান প্রাইস। তিনি আরও জানান, ‘ক্ষমতা ত্যাগ, নির্বাচিত সরকার পুনর্বহাল, আটক ব্যক্তিদের মুক্তি, টেলিযোগাযোগের ক্ষেত্রে সব বাধা প্রত্যাহার ও সহিংসতা থেকে বিরত থাকার জন্য সেনাবাহিনীর প্রতি আমরা আবার আহ্বান জানাই।’

মিয়ানমারে জাতিসংঘের প্রতিনিধি ওলা আল্মগ্রেন বলেছেন, ‘বিক্ষোভকারীদের ওপর চালানো দমনপীড়ন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

তথ্যসূত্র: আল-জাজিরা

Link copied!