মিয়ানমারে বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০০

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১২, ২০২৩, ০৫:৫৩ পিএম

মিয়ানমারে বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০০

মিয়ানমারে জান্তা সরকারের বিরোধীতাকারীদের একটি অনুষ্ঠানে দেশটির সেনাবাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০০ জনে দাঁড়িয়েছে। গতকাল মঙ্গলবার চালানো বিমান হামলায় শিশু ও মহিলাসগ মৃত্যুর সংখ্যা এর আগে অর্ধশত বলে বিবিসি, রয়টার্সসহ আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়।

মিয়ানমারের স্থানীয় গণমাধ্যম স্বাধীন মিডিয়া ও স্থানীয় গণতন্ত্রপন্থি গোষ্ঠীর সদস্যদের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম সংস্থা এপি’র প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

স্থানীয় সময় মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ের প্রায় ১১০ কিলোমিটার উত্তরে অবস্থিত সাগাইং অঞ্চলের কানবালু শহরের পাজিগি গ্রামের জান্তা সরকারবিরোধী গোষ্ঠীর একটি স্থানীয় কার্যালয় চালু উপলক্ষে সমবেত হাজারো মানুষের ওপর সরাসরি বিমান হামলা চালায় সেনাবাহিনী।

এপির প্রতিবেদনে বলা হয়, হামলার পর প্রাথমিক রিপোর্টে মৃতের সংখ্যা প্রায় ৫৩ উল্লেখ করলেও পরে দেশটির স্বাধীন মিডিয়ার রিপোর্টে নিহতের সংখ্যা বেড়ে প্রায় ১০০ জনে উন্নীত হয়েছে বলে জানানো হয়। 

বেসামরিক নাগরিকদের ওপর বিমান হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে জাতিসংঘ, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের অনেক দেশ।

Link copied!