মিয়ানমারের জান্তার আরও ১০ সদস্যের ওপর ইইউ’র নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ২১, ২০২১, ১০:৩৩ পিএম

মিয়ানমারের জান্তার আরও ১০ সদস্যের ওপর ইইউ’র নিষেধাজ্ঞা

ইউরোপীয় ইউনিয়ন সোমবার (১৯ এপ্রিল) মিয়ানমারের জান্তা সরকারের মন্ত্রীসভার আরও ১০ সদস্যের ওপর নিষেধাজ্ঞা  আরোপ করেছে।এর মধ্যে কয়েকজন ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিও রয়েছেন।

ইইউ’র এবারের নিষেধাজ্ঞায় মিয়ানমারের স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্সিল (এসএসি)-এর নয়জন সদস্যকে কেন্দ্র করে মূলত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর মধ্যে জান্তা সরকারের মন্ত্রীসভার তথ্যমন্ত্রী ইউ চিট নাইং ও আছেন। তার বিরুদ্ধে জান্তা সরকারের পক্ষ নিয়ে বিভিন্ন ধরণের প্রপাগান্ডা ছড়ানোর অভিযোগ রয়েছে।

ইউ’র একজন মুখপাত্র জানায়, যারা একটি গণতান্ত্রিক দেশে জান্তা শাসন প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে, গণতন্ত্রকে অমের্যাদা করেছে এবং মানবাধিকার ণঙ্ঘনের মতো ঘৃণ্য অপরাধ করেছে, ইই’র তাদের ব্যক্তিদের ব্যক্তিগত সম্পত্তি বাজেয়াপ্ত ও এবং ভিসা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।

অ্যাসিসটেন্স অ্যাসোসিয়েশনপর পলিটিক্যার প্রিজনার্স এর ভাসষ্যমতে,১ ফেব্রুয়ারি সেনাবাহিনী ক্ষমতা দখলের পর নিরাপত্তা বাহিনীর হাতে অন্তত ৭৩৯ জন নিহত হয়েছে। এছাড়াও অন্তত ৩ হাজার ২৬১ জনকে আটক করা হয়েছে।

সেনা সরকারের তথ্যমন্ত্রী নাউংয়ের  ওপর নিষেধাজ্ঞা বিষয়ে ইইউ জানায়, রাষ্ট্রীয় গণমাধ্যমে অসত্য তথ্য ও অপপ্রচার চালানোর জন্য তার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়াও মিয়ানমারের গণমাধ্যমসমূহের ওপর যে ক্ষমতার অপপ্রয়োগ চলছে সে বিষয়েও প্রধানত নাইংই দায়ী।

সূত্র: ইরাবতী।

Link copied!