মৃত্যুবরণ করেছেন নরেন্দ্র মোদির মা

বিশ্ব ডেস্ক

ডিসেম্বর ৩০, ২০২২, ০৬:১৪ পিএম

মৃত্যুবরণ করেছেন নরেন্দ্র মোদির মা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০০ বছর। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ৩টায় আহমেদাবাদের ইউএন মেহতা হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যুবরণ করেন তিনি।

ইউএন মেহতা ইনস্টিটিউট অব কার্ডিওলজি অ্যান্ড রিসার্চ সেন্টার এক বিবৃতিতে জানায়, শ্রীমতি হীরাবেন মোদি চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যান। মায়ের মৃ্ত্যুর খবর পেয়ে প্রধানমন্ত্রী মোদি দিল্লি থেকে গুজরাটের উদ্দেশে রওনা দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করে নরেন্দ্র মোদি জানান, ‘একটি গৌরবময় শতাব্দী ঈশ্বরের পায়ে বিশ্রাম নিচ্ছে, মা আমি সর্বদা সেই ত্রিত্ব অনুভব করছি, যার মধ্যে একজন তপস্বীর যাত্রা রয়েছে নিঃস্বার্থ কর্মযোগীর প্রতীক ও মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ একটি জীবন।’

এর আগে বুধবার গুজরাটে হাসপাতালে মায়ের সাথে দেখা করেন নরেন্দ্র মোদি। সেসময় হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছিল, ‘প্রধানমন্ত্রীর মাকে ইউএন মেহতা ইনস্টিটিউট অব কার্ডিওলজি অ্যান্ড রিসার্চ সেন্টার, আহমেদাবাদে ভর্তি করা হয়েছে এবং তাঁর অবস্থা স্থিতিশীল।’

ছোট ছেলে পঙ্কজ মোদির সাথে গান্ধীনগরের কাছে রায়সান নামের একটি গ্রামে থাকতেন হীরাবেন মোদি। মায়ের সাথে নিয়মিত যোগাযোগ রাখতেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশেষ দিনগুলোতেও মায়ের সাথে দেখা করতেন তিনি।

Link copied!