মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় গুয়েরো রাজ্য একাধিক গাড়ির সংঘর্ষে কমপক্ষে নয় জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন জন। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
রাজ্য নিরাপত্তা কর্মকর্তাদের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৬টা ৩৫ মিনিটে ওই দুর্ঘটনা ঘটেছে।
কর্মকর্তারা জানিয়েছেন, একটি প্রাইভেট কারের চালক পণ্যবাহী একটি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করেন। কিন্তু গাড়িটির সঙ্গে ট্রাকের পেছন দিকে ধাক্কা লাগে। ফলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ের বিপরীত দিকে চলে যান। যেখানে অন্য একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
দুর্ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন। রাজ্য পুলিশ এবং ন্যাশনাল গার্ড দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ চালিয়েছে।
দুর্ঘটনার পর এক ঘণ্টারও বেশি সময় ধরে মহাসড়কটি বন্ধ ছিল।