যুক্তরাষ্ট্রে ৪৬ অভিবাসীর মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

জুন ২৮, ২০২২, ০২:৪৫ পিএম

যুক্তরাষ্ট্রে ৪৬ অভিবাসীর মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত থেকে প্রায় ২৫০ কিলোমিটার (১৫০ মাইল) দূরে টেক্সাসের সান আন্তোনির একটি শহরে লরি থেকে ৪৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে এরা সবাই অভিবাসী। আজ মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এসব তথ্য জানিয়েছে। 

৪ শিশুসহ লরি থেকে উদ্ধার হওয়া অন্তত ১৬ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। জীবিত উদ্ধার হওয়াদের শরীর এতটাই গরম ছিলো যে স্পর্শ করা যাচ্ছিলো না। ধারণা করা হচ্ছে হিট স্ট্রক বা হিট কনজেশনে তাদের মৃত্যু হয়েছে। এসব ক্ষেত্রে শরীরের তাপমাত্রা ৩৮ ডিগ্রি ( ১০৬ ডিগ্রি ফারেনহাইট) থেকে ৪০ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পায় এবং হিট একজেশনের ক্ষেত্রে শরীর দ্রুত গরম হয়ে যায়, ঘনঘন শ্বাস নিতে দেখা যায় এবং শরীর দ্রুত ঘামাতে থাকে।

সান এন্টোনিওর ফায়ার সার্ভিসের প্রধান কারলস হুড বলেছেন, ‘‘যখন আমরা ঘটনাস্থলে আসি, তখন একটি মরদেহ ট্রাকটির বাইরে পড়ে থাকতে দেখি, অন্যান্য কয়েকটি মরদেহ ভেতরে পড়ে ছিলো এবং ট্রাকটির দরজা খোলা ছিলো। ট্রাকটির ভেতরে বাতাস চলাচলের জন্য উন্মুক্ত কোন ব্যবস্থা ছিলো না এবং ভেতরে কোন পানি ছিলো।’’

সান  এন্টোনিওর পুলিশ প্রধান উইলিয়াম ম্যাকমেনাস জানিয়েছেন, ঘটনার তদন্ত এখন ফেডারেল এজেন্টদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় ৩ জনকে হাজতে পাঠানো হয়েছে। তবে নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

টেক্সাসের রিপাবলিকান শিবিরের গভর্নর গ্রেগ অ্যাববট এ ঘটনার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উন্মুক্ত সীমান্ত নীতিকে দায়ী করেছেন। যুক্তরাষ্ট্রে অভিবাসন বরাবরই একটি আলোচিত এবং বিতর্কিত ইস্যু। গত বছর বিপদসংকুল পথে ম্যাক্সিকো থেকে বিপুল সংখ্যাক অধিবাসী যুক্তরাষ্ট্রে ঢুকতে গিয়ে গ্রেফতার হন। গ্রীষ্মে সান এন্তোনিওর তাপমাত্রা অত্যধিক গরম থাকে। সোমবার এন্তোনিওর তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।   

Link copied!