যুক্তরাষ্ট্রের রিপাবলিকান এমপিকে হারিয়ে ইতিহাস গড়লেন ফিলিস্তিনি তরুণী

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১২, ২০২২, ০২:১৭ পিএম

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান এমপিকে হারিয়ে ইতিহাস গড়লেন ফিলিস্তিনি তরুণী

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ট হিসেবে পরিচিত রিপাবলিকান এমপি জন চেংকে হারিয় ইতিহাস গড়লেন ডেমোক্র্যাট প্রার্থী ফিলিস্তিন বংশোদ্ভূত তরুণী রুয়া রোমান (২৯)।

মধ্যপ্রাচ্যভিক্তিক সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, জর্জিয়া অঙ্গরাজ্যের ৯৭ নম্বর জেলা থেকে ২০২০ সালের নির্বচনে বিজয়ী রিপাবলিকান নেতা জন চেংকে তিনি বিপুল ভোটে হারিয়ে জর্জিয়া জেনারেল অ্যাসেম্বলির সদস্য নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে ইসলাম-বিদ্বেষী ও কট্টরপন্থী ওই রিপাবলিকান হাউজ অব রিপ্রেজেন্টেটিভ সদস্যকে বিপুল ভোটে পরাজিত করেছেন।

ট্রাম্পের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত রিপাবলিকান এমপি জন চেং এর দিক থেকে ভোটাররা তার বর্ণবাদী আচরণের জন্য মুখ ফিরিয়ে নিয়েছেন মধ্যবর্তী নির্বাচনে।
 
নির্বাচনি প্রচারাভিযানে বহুবার রিপাবলিকানদের বর্ণবাদী আচরণের শিকার হন ফিলিস্তিন বংশোদ্ভূত এ তরুণী।

Link copied!