ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো রাজধানী বালিতে এবারের জি-২০ সম্মেলনের উদ্বোধন করেছেন। উদ্বোধনী বক্তব্যে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের মধ্যে বিশ্বকে ‘যুদ্ধের অবসান’ ঘটানোর আহ্বান জানান তিনি।
আজ মঙ্গলবার স্থানীয় সময় সকালে তিনি এই আহ্বান জানান। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ইউক্রেন যুদ্ধের ফলে ভূরাজনৈতিক উত্তেজনা যেমন বেড়েছে, বিশ্বব্যাপী খাদ্য ও জ্বালানির দামও আকাশচুম্বী হয়েছে। এবারের জি-২০ সম্মেলনেও বিশ্বের খাদ্য নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
জোকো উইদোদো বলেন, 'যদি যুদ্ধ শেষ না হয় তাহলে সামনে এগিয়ে যাওয়া আমাদের সবার জন্যই কঠিন হবে। পৃথিবীটাকে বিভক্ত করতে দেওয়া উচিত হবে না।'
সম্মেলনের আগের দিন সোমবার দ্বিপক্ষীয় বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৈঠকে বাইডেন জানিয়েছেন, তিনি দেশ দুটির মধ্যে সংঘাত দেখতে চান না। অন্যদিকে তাইওয়ান ইস্যুতে কোনো বাড়াবাড়ি বরদাশত করা হবে না বলে সাফ জানিয়েছেন শি।
জি-২০ সম্মেলনে রাশিয়ার প্রতিনিধিত্ব করছেন পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অনলাইনে কোনো বৈঠকে অংশ নেবেন কি না, সে ব্যাপারেও কিছু জানা যায়নি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ভার্চুয়ালি বৈঠকে যুক্ত হবেন বলে জানা গেছে। অবশ্য ইউক্রেন জি-২০ জোটের সদস্য নয়।