পুতিন কথা রাখেন না -মার্কিনিদের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ১৭, ২০২২, ০৩:৫৬ এএম

পুতিন কথা রাখেন না -মার্কিনিদের অভিযোগ

ইউক্রেন সীমান্তের কাছ থেকে সৈন্য সরিয়ে নেওয়া হচ্ছে, রাশিয়ার এমন দাবির পরও বিশ্বাস করছে না ইউক্রেন ও পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো। ন্যাটো জোটের সেক্রেটারী জেনারেল জেনস স্টোলটেনবার্গ জানিয়েছেন, আমরা ভালোর জন্য কাজ করে যাচ্ছি, সঙ্গে সঙ্গে যে কোন খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিয়ে রাখছি।

বুধবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে বৈঠকে ন্যাটোর প্রধান এ কথা বলেন। বেশ কয়েকটি দেশেই ন্যাটোর সৈন্যরা  প্রস্তুত রয়েছে বলে খবর দিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

ব্যারাকে ফিরছেন রুশ সৈন্যরা

যদিও রাশিয়া বারবার বলে আসছে, ইউক্রেন সীমান্ত থেকে তারা সৈন্য সরাতে শুরু করেছে। বুধবার মস্কোর ওয়েবসাইটে প্রকাশিত কয়েকটি ছবিতে রুশ ট্যাংক মূল ঘাটিতে ফিরে যাওয়ার ছবি প্রকাশ করা হয়। মার্কিন প্রেসিডেন্টের প্রধান বৈদেশিক উপদেষ্টা সেক্রেটারী অব স্টেট এ্যানটোনি ব্লিনকেন বলেছেন, এখন পর্যন্ত কার্যত কোন সৈন্য উত্তেজনা ছড়িয়ে পড়া এলাকা থেকে সরানো হয়নি যা পশ্চিমাদের চিন্তিত করছে। তিনি বলেছেন, চিন্তার কারণ এজন্য রাশিয়া যা বলে এবং যা করে তার মধ্যে পার্থক্য আছে। যেকোন সময় কয়েক মিনিটের নোটিশে ইউক্রেনে হামলার নির্দেশ পুতিন দিতেই পারেন, এমনটাই ধারণা ব্লিনকেনের।

আরও পড়তে পারেন-

পশ্চিমা গোয়েন্দাদের ডাক্তার দেখানো উচিত-মস্কো

 

 

Link copied!