রাহুল গান্ধীকে আটকে দেওয়া হলো মণিপুরে

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২৯, ২০২৩, ০৯:০৭ পিএম

রাহুল গান্ধীকে আটকে দেওয়া হলো মণিপুরে

দু‍‍`দিনের মণিপুর সফরের প্রথম দিনেই আটকে দেওয়া হলো কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। রাহুল মণিপুরে নেমেই চূড়াচন্দ্রপুরের একটি ত্রাণ শিবিরে যাওয়ার জন্য বিমান বন্দর থেকে রওয়ানা হয়েছিলেন। কিন্তু মণিপুরের ২০ কিলোমিটার ভিতরে তার গাড়ি আটকে দেয় মণিপুর পুলিশ।

বিষ্ণুপুর জেলার পুলিশ প্রধান হেইসনাম বলরাম সিং প্রচারমাধ্যমকে বলেন, ‘ওই অঞ্চলের পরিস্থিতি বিবেচনা করে আমরা রাহুল গান্ধীকে যেতে নিষেধ করেছিলাম, হেলিকপ্টারে চূড়াচাঁদপুর যাওয়ার পরামর্শ দিয়েছিলাম। যে সড়ক ধরে রাহুল গান্ধী যাচ্ছিলেন, সেই সড়কে গ্রেনেড হামলার আশঙ্কা রয়েছে। তাঁর নিরাপত্তার কথা মাথায় রেখেই আমরা তাঁকে অনুমতি দিইনি।’

উল্লেখযোগ্য, রাহুল হলেন প্রথম অবিজেপি নেতা যিনি ৩ মে থেকে চলা জাতি দাঙ্গার পর মণিপুরের মাটিতে পা দিয়েছিলেন। রাহুলের কর্মসূচিতে ছিল বিভিন্ন ত্রাণ শিবির ঘুরে আর্তদের সঙ্গে কথা বলা এবং মণিপুরের বুদ্ধিজীবীদের সঙ্গে আলোচনা। 

বিজেপি সরকারের ধারণা, রাহুল গান্ধীর উপস্থিতি মেইতেই এবং কুকি সম্প্রদায়ের এই গন্ডগোলে ইন্ধন জোগাবে।  তাই তারা রাহুলের গতি স্তব্ধ করেছে। 

Link copied!