রুশ ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভে পানির জন্য দীর্ঘ লাইন

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১, ২০২২, ০৪:৩৭ পিএম

রুশ ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভে পানির জন্য দীর্ঘ লাইন

রুশ ক্ষেপণাস্ত্র আক্রমণে তীব্র সংকট দেখা দিয়েছে ইউক্রেনের রাজধানী কিয়েভে। ভোক্তাদের ৪০ শতাংশ পানিবিহীন এবং ২ লাখ ৭০ হাজার পরিবার বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো এ তথ্য জানিয়েছেন।

বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বিবিসির প্রকাশিত ভিডিওতে দেখা যায়, এক বোতল পানির জন্য কিয়েভের মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। বাড়িতে পানির সরবরাহ না থাকায় পানির পাম্পগুলোতে এসে তারা ভিড় করছেন।

ইউক্রেন বলছে, সোমবারের হামলায় ১৩ জন আহত হয়েছেন। রাশিয়া বলছে, ইউক্রেনের সামরিক বাহিনী ও বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে।

রাশিয়ার ভাষ্য অনুযায়ী, ইউক্রেন নিয়ন্ত্রিত অঞ্চল ও শক্তিকেন্দ্রগুলোই তাদের লক্ষ্যবস্তু ছিল। রুশ রণতরীতে আক্রমণের জবাবে এই হামলা চালানো হয়েছে।

হামলার লক্ষ্যবস্তু হওয়া অঞ্চলে শীতে তাপমাত্রা মাইনাস ২০ ডিগ্রি সেন্টিগ্রেড অব্দি নেমে আসে। তাই শীতের আগেই ইউক্রেনের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নিতে চায় রাশিয়া।

ইউক্রেনের বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইহানাত স্থানীয় টেলিভিশনকে বলেছেন, রাশিয়া এই হামলা চালানোর জন্য তাদের কৌশলগত বোমারু বিমান ব্যবহার করেছে।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয়ের প্রধান আন্দ্রেই ইয়ার্কমাক বলেছেন, পরাজিত রুশ বাহিনী শান্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।

Link copied!