আবারও ইউক্রেনে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। নতুন এ ড্রোন হামলায় কমপক্ষে আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন।
বুধবার (২২ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে জানা যায় সেদিন সন্ধ্যায় রাশিয়া এ হামলা চালিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় রাজধানী কিয়েভের নিকটবর্তী রিজিশচিভ শহরে দুটি ছাত্রাবাস ভবনে ড্রোন হামলা চালানো হয়। ৮ জনের মৃত্যু ছাড়াও এই হামলায় ৭ জন আহত এবং একজনকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচে চারজন আছে বলে ধারণা করা হয়েছে।
রাষ্ট্রীয় জরুরি পরিষেবা জানিয়েছে, ইউক্রেনের রাজধানী কিয়েভের রিজিশচিভ শহরের একটি আবাসিক ভবনে ড্রোন হামলা চালায় রুশ বাহিনী। হামলার পর ২০০ জনেরও বেশি বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়।