শাহবাজের মন্ত্রিসভার শপথ আজ

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১৯, ২০২২, ০৬:৩৫ পিএম

শাহবাজের মন্ত্রিসভার শপথ আজ

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মন্ত্রিসভার ৩৪ সদস্য শপথ নেবেন আজ। সোমবার দিবাগত রাতে প্রথম ধাপে শপথ নিতে যাওয়া ফেডারেল মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের তালিকা প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

তালিকায় ৩০ জন ফেডারেল মন্ত্রী, চারজন প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর তিনজন উপদেষ্টার নাম রয়েছে।

এর আগে সোমবার (১৮ এপ্রিল) প্রথম ধাপে কমপক্ষে ১২ জন মন্ত্রীর শপথগ্রহণ করার কথা ছিল। কিন্তু হঠাৎ করে প্রেসিডেন্ট আরিফ আলভি নতুন মন্ত্রীদের শপথ পড়াতে অপারগতা প্রকাশ করার পর পিছিয়ে যায় শপথ গ্রহণ। প্রেসিডেন্ট শপথ না পড়ানোয় সিনেটের চেয়ারম্যান আজ শপথ পড়াবেন।

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা খুরশিদ শাহ বলেছেন, নতুন মন্ত্রিসভায় ১৪ মন্ত্রী পাচ্ছে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন), পিপিপি ১১, জমিয়েত উলেমা-ই-ইসলাম-ফজল (জেইউআই-এফ) ৪ ও অন্য জোট শরিকরা সাত মন্ত্রী পাচ্ছেন।

Link copied!