শিশু-কিশোররাও নিতে পারবে সিনোফার্মের টিকা

ডেস্ক রিপোর্ট

জুলাই ২১, ২০২১, ০২:২৭ এএম

শিশু-কিশোররাও নিতে পারবে সিনোফার্মের টিকা

জরুরি প্রয়োজনে ৩ থেকে ১৭ বছর বয়সের শিশু ও কিশোরদের সিনোফার্মের তৈরি করোনার টিকাগ্রহণের বিষয়টিতে অনুমোদন দেওয়া হয়েছে। কোম্পানির এক বিবৃতিতে এ তথ্য জানানা হয়।

এর আগে এ বিষয়ে সিনোফার্মের পক্ষ থেকে একটি ক্লিনিক্যাল পরীক্ষা চালানো হয়। এতে দেখা যায়, শিশু ও কিশোর বয়সীদের দেহে সিনোফার্মের তৈরি টিকা নিরাপদ ও দ্রুত সময়ে ভাইরাস প্রতিরোধক শক্তিশালী অ্যান্টিবডি তৈরি করতে পারে। সম্প্রতি চীনের অন্যতম ওষুধ প্রস্তুতকারী  প্রতিষ্ঠান সিনোফার্মের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

সিনোফার্মের ওই বিবৃতির বরাত দিয়ে মঙ্গলবার (২০ জুলাই) চীনের গণমাধ্যম চায়না ডেইলি এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে।

সিনোফার্মের ওই বিবৃতিতে বলা হয়, জয়েন্ট প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল মেকানিজম অব দ্য স্টেট কাউন্সিল জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য শিশু ও কিশোরদের টিকাগ্রহণের বিষয়টি অনুমোদন দিয়েছে।

শিশু ও কিশোরদের জন্য টিকা কার্যক্রম চালানোর অনুমোদর পাওয়া সিনোফার্ম হচ্ছে চীনের দ্বিতীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান। এর আগে গত জুনে অন্য ওষুধ কোম্পানি সিনোভ্যাক বায়োটেক এর করোনা টিকা জরুরি প্রয়োজনে তরুণদের গ্রহণের জন্য অনুমোদন পায়।

গত শুক্রবার (১৬ জুলাই) প্রকাশ হওয়া সিনোফোর্মের ওই বিবৃতিতে আরও বলা হয়, চীনের হেনান প্রদেশে ৩ থেকে ১৮ বছর বয়সীদের শরীরে করোনা টিকার প্রথম ও দ্বিতীয় স্তরের পরীক্ষা চালানো হয় যা কার্যকর ও নিরাপদ বলে প্রমাণিত হয়েছে।

উল্লেখ্য, চীন থেকে বাংলাদেশ থেকে করোনা টিকা কেনার জন্য চুক্তি করেছে। এই চুক্তির আলোকে এরই মধ্যে কয়েক দফায় বাংলাদেশে সিনোফার্মের টিকা এসেছে।

Link copied!