শুরু হলো ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক

জুন ১৮, ২০২১, ০৬:৫১ পিএম

শুরু হলো ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ

ইরানে শুরু হলো প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। হাসান রুহানির পর কে হবে দেশটির প্রেসিডেন্ট তা নিয়ে আলোচনা চলছে বিশ্ব জুড়ে। ধারণা করা হচ্ছে নির্বাচনী দৌড়ে এগিয়ে আছেন দেশটির কট্টর শিয়াপন্থি নেতা ইব্রাহিম রাইসি। তার নিকটতম প্রতিপক্ষ হিসেবে থাকছেন মধ্যপন্থি নেতা এবং দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর আব্দলনাসের হেম্মাতি।

বেশ কিছু বিচ্ছিন্নতাবাদী এবং সংস্কারবাদী এই ভোট বর্জনের আহ্বান জানালেও শুক্রবার (১৮ জুন) ইরানের স্থানীয় সময় সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয় যা চলবে রাত ১২টা পর্যন্ত। শনিবার (১৯ জুন) ফল প্রকাশ করা হবে।

এরই মধ্যে দেশটির সর্বোচ্চ ধর্মীও নেতা আয়াতুল্লাহ আল খোমেনি সকালে তার ভোট প্রদান করেছেন এবং সাধারণ নাগরিকদের ভোট প্রদানে উৎসাহ প্রদান করছেন। তিনি বলেন, প্রতিটি ভোটের গুরুত্ব রয়েছে .. এসো, ভোট দাও এবং নিজেদের প্রেসিডেন্টকে বেছে নাও।'

পরমাণু কার্যক্রমের জন্য যুক্তরাষ্ট্র ইরানের ওপর অর্থনৈতিক অবরোধ আরোপ করে রেখেছে যার প্রভাবে দেশটি দারুণ অর্থনৈতিক সমস্যার মধ্যে রয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার (১৭ জুন) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি গ্রাম ও শহর পরিষদের মূল নির্বাচন এবং পার্লামেন্ট ও বিশেষজ্ঞ পরিষদের মধ্যবর্তী নির্বাচনও অনুষ্ঠিত হবে।

ইরানের ১৩তম প্রেসিডেন্ট নির্বাচনে এই পদে লড়াইয়ের জন্য নিবন্ধন করেছিলেন মোট ৫২৯ জন প্রার্থী। তাদের মধ্যে চূড়ান্ত হয় ৭ জনের নাম। কিন্তু নির্বাচন থেকে তিন জন অব্যাহতি নেয়ায় চার জন প্রার্থী এই পদের জন্য লড়ছেন।

সূত্র: বিবিসি

Link copied!