শ্বশুরবাড়ি ঘটা করে বিয়ে দিলেন পুত্রবধূর

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১০, ২০২৩, ০৫:৫৩ পিএম

শ্বশুরবাড়ি ঘটা করে বিয়ে দিলেন পুত্রবধূর

পুত্রবধূর বিয়ে দিলেন শ্বশুরবাড়ির মানুষ। তাও আবার ঘটা করে আয়োজনের মাধ্যমে নিজেদের পুত্রের বধূকে অন্য পাত্রের সাথে। অবাক করা ব্যাপার তাই না? এ ঘটনাই ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের আসানসোলে। পুত্রবধূর অন্য কোথাও বিয়ে কেন দিলেন সেটিও দুঃখের ঘটনা।

বৃহস্পতিবার (৯ মার্চ) আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

আসানসোলের ঘাঁঘর বুড়িচণ্ডী মাতার মন্দিরে এ বিয়ের আয়োজন করা হয়। 

২০১৬ সালে আসানসোলের হরিপুরের কেন্দা এলাকার বাসিন্দা স্বপন চট্টোপাধ্যায়ের ছোট ছেলে ধীরাজ চট্টোপাধ্যায়ের বধূ হয়ে আসেন দুর্গাপুরের বাসিন্দা রিম্পি। সে বছরই সড়ক দুর্ঘটনায় মারা যান ৩৩ বছর বয়সী ধীরাজ। স্বামীর মৃত্যুর পর রিম্পি শ্বশুরবাড়িতেই থেকে যান। 

শ্বশুরবাড়ির মানুষজন রিম্পিকে মেয়ের মতো ভালোবাসেন তাই রিম্পিও বাবার বাড়ি ফিরতে চাননি। নিজের পরিবারের মতোই শ্বশুরবাড়িকে সামলে রেখেছেন তিনি।

স্বামীকে হারানোর সাত বছর পর নিজের মেয়ের মতোই রিম্পিকে বিয়ে দিলেন চট্টোপাধ্যায় পরিবার। আসানসোলের কাঁখয়া গ্রামের বাসিন্দা রঘুনাথ রায়ের সাথে গাঁটছড়া বাঁধলেন ২৭ বছরের রিম্পি।

রিম্পির ভাসুর পৃথ্বীরাজ বলেন, ‘যেভাবে মেয়ের বিয়ে দেওয়া হয় সেভাবেই আমরা আমাদের বাড়ির বউয়ের বিয়ে দিলাম। ওর বাকি জীবনটা সুন্দর করে কাটুক।’

পাত্রের কাকা কেশব রায় বলেন, মেয়েটির স্বামী মারা গেছে। তার বাকি জীবনটা যাতে হতাশায় না কাটে, তাই আমরা এই বিয়েতে রাজি হয়ে যাই। আমার ভাইপোর সাথে বিয়ে স্থির করি। বৃহস্পতিবার মন্দিরে ধুমধাম করে তাদের বিয়ে দিলাম।

Link copied!