শ্রীলঙ্কায় জাহাজে অগ্নিকাণ্ডে সাগরে ছড়িয়ে পড়ছে ক্ষতিকর রাসায়নিক

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৩, ২০২১, ০৪:৩৭ এএম

শ্রীলঙ্কায় জাহাজে অগ্নিকাণ্ডে সাগরে ছড়িয়ে পড়ছে ক্ষতিকর রাসায়নিক

শ্রীলঙ্কার পশ্চিম উপকূলে বিপুল পরিমানে রাসায়নিক মজুদ নিয়ে সাগর পার হওয়ার সময় অগ্নিকাণ্ডের শিকার হওয়া একটি জাহাজ থেকে রাসায়নিক ছড়িয়ে পড়েছে পানিতে।

সিঙ্গাপুরের মালিকানাধীন ‘এমভি এক্স-প্রেস পার্ল’ নামক জাহাজটি ১ হাজার ৪৮৬ কন্টেইনার নিয়ে গত ১৫ মে ভারতের হাজিরা বন্দর থেকে যাত্রা শুরু করে। এই জাহাজে শুধু নাইট্রিক এসিডই ছিল কমপক্ষে ২৫ টন। আগুনে কন্টেইনার পুড়ে যাওয়ার পর ক্ষতিকর এসব দ্রব্য ছড়িয়ে পড়ছে সাগরে।

বিশেষজ্ঞরা আশঙ্কা করছে এই ক্ষতিকর কেমিক্যাল সাগরের পানিতে মেশায় ভয়াবহ পরিবেশ দূষণের কবলে পড়বে দ্বীপরাষ্ট্রটি।

বিশেষ করে, মাছ ধরার জন্য বিখ্যাত এ জায়গাটির জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতির আশঙ্কা করছে তারা। ইতোমধ্যে উপকূলে ভেসে এসেছে বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য। সেগুলো পরিষ্কারে কাজ করছে সেনাবাহিনীর শত শত সদস্য।

এদিকে ঘটনাস্থলের আশপাশের ৮০ কিলোমিটার এলাকায় মাছ ধরা নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।

গত ২০ মে দেড় হাজার কন্টেইনারবাহী জাহাজটিতে আগুন লাগে। ২৫ মে সব ক্রু-কে সরিয়ে নেয়ার পর উদ্দেশ্যহীনভাবে সাগরে ভাসতে শুরু করে জাহাজটি।

দেশটির সরকার ও নৌবাহিনীর পক্ষ থেকে এটিকে, দেশের ইতিহাসে সবচেয়ে খারাপ নৌ দূর্ঘটনা হিসাবে আখ্যায়িত করা হয়েছে।

সূত্র: আলজাজিরা।

Link copied!