ষড়যন্ত্রকারীদের লক্ষ্য রাশিয়াকে অস্থিতিশীল করা :রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২৫, ২০২৩, ০৬:১৬ এএম

ষড়যন্ত্রকারীদের লক্ষ্য রাশিয়াকে অস্থিতিশীল করা :রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়

মস্কোর ৪০০ কিলোমিটারের মধ্যে পৌঁছে গেছে ওয়াগনার বাহিনী। এই প্রসঙ্গে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ‘চক্রান্তকারীদের দুঃসাহসিক আকাঙ্খা মূলত রাশিয়ার পরিস্থিতি অস্থিতিশীল করা, আমাদের ঐক্যকে ধ্বংস করা এবং বিশ্বস্তভাবে আন্তর্জাতিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাশিয়ার প্রচেষ্টাকে ক্ষুণ্ন করা।" "বিদ্রোহ রাশিয়ার বহিরাগত শত্রুদের হাতে খেলবে।’

শনিবার রুশ বার্তা সংস্থা তাস এর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আমাদের দেশে সশস্ত্র বিদ্রোহের চেষ্টা রাশিয়ান সমাজে তীব্র অসন্তোষ জাগিয়েছে, যা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সমর্থন করে।

আরও বলা হয়েছে, রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করার,  মূল্যবোধ রক্ষা, আন্তর্জাতিক অঙ্গনে কর্তৃত্বকে শক্তিশালী করা এবং একটি ন্যায্য বহুমুখী বিশ্বব্যবস্থা তৈরি করার সার্বভৌম নীতি অব্যাহত রাখবে।

উল্লেখ্য, রাশিয়ার মিলিশিয়া বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের কথিত ‘বিদ্রোহী’ তৎপরতাকে কেন্দ্র করে মহাসংকটে পড়েছে রাশিয়া। ইউক্রেইন যুদ্ধে রাশিয়ার বড় অস্ত্র ওয়াগনার বাহিনী এখনো উল্টো প্রচণ্ড আক্রোশ নিয়ে মস্কোর পথেই রওনা হয়েছে।

রাতারাতি ইউক্রেইন সীমান্ত পেরিয়ে শনিবার ভোররাতে ওয়াগনার বাহিনী রাশিয়ার রস্তোভ অঞ্চলে প্রবেশ করে এবং রস্তোভ-অন-ডন নগরীর দখল নেয়। পরে খবর পাওয়া যায়, তারা সেখান থেকে ভোরোনেজ ও লিপিয়েৎস্ক নগরীর উপর দিয়ে উত্তর দিক হয়ে মস্কোর দিকে অগ্রসর হচ্ছে।

Link copied!