সফরে এসে ইউক্রেনকে যা দিয়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ২১, ২০২৩, ০২:৩৬ এএম

সফরে এসে ইউক্রেনকে যা দিয়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট

ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার চলমান যুদ্ধের মধ্যেই গোপনে কিয়েভ সফর শেষে পোল্যান্ডে গেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে কিয়েভ সফরে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে শতভাগ সহায়তা্র প্রতিশ্রুতি দিয়েছেন।

কয়েক ঘণ্টার এ সফরে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়াসহ ইউক্রেনের জন্য ৫০ কোটি ডলার সমমূল্যের অস্ত্র সহায়তারও ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট।

মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস’র এক প্রতিবেদনে বা হয়, প্রেসিডেন্ট বাইডেন পোল্যান্ড সীমান্ত থেকে ট্রেনে করে কিয়েভ পৌঁছান।

 

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রথম বার্ষিকীর তিনদিন আগেই এই প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেন সফর করলেন। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে বাইডেনের সঙ্গে কুশল বিনিময়ের একটি ছবি পোস্ট করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জো বাইডেন।

কিয়েভে পৌঁছানোর পরই সেইন্ট মিশেল ক্যাথাড্রেলে যান দুই দেশে প্রেসিডেন্ট। সেখান থেকে একসঙ্গে বের হওয়ার পরই রাজধানীজুড়ে বোমা হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। তবে রুশ হামলা হয়নি।
 
এরপর দেশটির প্রেসিডেন্টের ভবন পরিদর্শন করে গেস্টবুকে স্বাক্ষর করেছেন জো বাইডেন। এতে একটি প্রশংসা বার্তাও লিখেছেন তিনি। এ সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন বাইডেন।

কিয়েভ সফরে গিয়ে আনুষ্ঠানিক বক্তব্যের সময় ইউক্রেনের জনগণের প্রশংসা করেছেন জো বাইডেন। তিনি বলেছেন, সামরিক অভিজ্ঞতা না থাকার পরও এ দেশের মানুষ যুদ্ধে নেমেছেন। এ সময় তাদের ‘দেশপ্রেমিক ’আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট।

 

বক্তব্যে রাশিয়ার উদ্দেশ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, যুদ্ধে বিজয় অর্জনে ব্যর্থ হয়েছে পুতিন। এ সময় ইউক্রেনকে ৫০ কোটি মার্কিন ডলার মূল্যের সামরিক সহায়তার প্যাকেজ ঘোষণা করেন তিনি।

এদিকে,মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ইউক্রেন সফরের বিষয়টি আগেই রাশিয়াকে জানানো হয়েছিল বলে জানিয়েছে হোয়াইট হাউস।

Link copied!