খাসোগি হত্যায় সৌদি যুবরাজের বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ৩, ২০২১, ০৩:৩৫ এএম

খাসোগি হত্যায় সৌদি যুবরাজের বিরুদ্ধে মামলা

সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে জার্মানির আদালতে মামলা করা হয়েছে। মামলায় খাসোগিকে হত্যার পেছনে যুবরাজ সালমানসহ সৌদি আরবের আরও চারজন উচ্চপদস্থ কর্মকর্তাকে দায়ী করা হয়েছে।

মঙ্গলবার গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা ফ্রান্সভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) জার্মানির কালসরুহের শীর্ষ কেন্দ্রীয় আদালতে এ মামলা দায়ের করেন। সৌদি আরবের কারাগারে বন্দি ৩৪ জন সাংবাদিককে নির্যাতনের অভিযোগ আনা হয়েছে যুবরাজের বিরুদ্ধে৷

খাসোগিকে হত্যার নির্দেশদাতা হিসেবে যুবরাজ সালমান জড়িত ছিলেন বলে মার্কিন গোয়েন্দা প্রতিবেদন প্রকাশের চারদিন পরই এই মামলা হলো৷ জার্মানির আন্তর্জাতিক বিচার আইনের আওতায় এ ঘটনা তদন্তের দাবি জানিয়েছে আরএসএফের আইনজীবীরা।

খাসোগিকে গুপ্ত হত্যা এবং অন্য সাংবাদিকদের গ্রেপ্তারের পেছনে তার ভূমিকা রয়েছে বলে ওই মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে৷ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে যুবরাজ সালমানের বিরুদ্ধে৷

রিপোটার্স উইদাউট বর্ডার্স জানায়, সাংবাদিকদের ওপর হামলা এবং নীরব করে দেয়ার সৌদির রাষ্ট্রীয় নীতির নথিপত্র সংগ্রহ করা হয়েছে। মঙ্গলবার জার্মানির কার্লসরুহ এলাকার ফেডারেল কোর্ট অব জাস্টিসের কাছে এসব নথিপত্র জামা দেয়া হয়েছে।

সৌদি আরবে কারাবন্দি ৩৪ সাংবাদিকের বিষয়েও বিস্তারিত তথ্য আদালতের কাছে উপস্থাপন করেছে আরিএসএফ। এর মধ্যে ইসলাম অবমাননার দায়ে দেশটিতে ২০১২ সাল থেকে গৃহবন্দি ব্লগার রাইফ বাদাওয়ির তথ্যও রয়েছে।

রিপোটার্স উউদাউট বর্ডার্সের সাধারণ সম্পাদক ক্রিস্টোফার ডেলোইর এক বিবৃতিতে জানান, এ বিষয়ে তদন্ত করার জন্য আমরা জার্মান প্রসিকিউটরের প্রতি আহ্বান জানিয়েছি। আন্তর্জাতিক আইনের উর্ধ্বে কারও থাকা উচিত নয় বলেও মন্তব্য করেছে তিনি।

২০১৮ সালের ২ অক্টোবর তুরস্কের ইস্তান্বুলের সৌদি কনস্যুলেটে প্রবেশের পর খুন হন সাংবাদিক জামাল খাসোগি৷ তার লাশ গুম করা হয়৷

Link copied!