সাইবেরিয়ার বনাঞ্চলে একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৪ জন মারা গেছেন। কর্তৃপক্ষসূত্রে জানা যায় বিমানটিতে মোট ১৬ জন আরোহী ছিলেন। রবিবার (১২ সেপ্টেম্বর) জীবিত উদ্ধার করা হয়েছে বিমানটির বাকি ১২ আরোহীকে।
রাশিয়ার জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানায়, ইরকুৎস্ক শহর থেকে উড়ে আসা ‘এল- ফোর ওয়ান জিরো’ বিমানটির গন্তব্য ছিল কাজাশিনকোয়ে এলাকায়। পথে যান্ত্রিক গোলযোগের কারণে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট।
কিন্তু ঝড়ো আবহাওয়ার কারণে সঠিকভাবে বিমানটিকে মাটিতে নামানো যায়নি। শেষ মুহুর্তে বিধ্বস্ত হয় উড়োজাহাজটি। পরে স্থানীয়দের সহযোগিতায় আটকে পড়া আরোহীদের রাতেই উদ্ধার করা হয়।
সূত্র: রয়টার্স।