সামাজিক মাধ্যমে পোস্ট, সৌদি নারীর ৪৫ বছরের কারাদণ্ড

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৩১, ২০২২, ১১:০৫ এএম

সামাজিক মাধ্যমে পোস্ট, সৌদি নারীর ৪৫ বছরের কারাদণ্ড

সৌদি আরবের এক নারীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টের কারণে ৪৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। সৌদির আদালতের নথির উদ্ধৃতি দিয়ে একটি অধিকার গোষ্ঠী এ তথ্য দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ডেমোক্রেসি ফর দ্য আরব ওয়ার্ল্ড নাউ (ডিএডব্লিউএন) নামের অধিকার গোষ্ঠীর ভাষ্যমতে, মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে সৌদি আরবে এ ধরনের দ্বিতীয় ঘটনা ঘটল।

ডিএডব্লিউএন বলছে, কারাদণ্ড পাওয়া নারীর নাম নুরাহ আল-কাহতানি। দোষী সাব্যস্ত হওয়ার পর আপিলে তাঁর এ সাজা হয়েছে।

অধিকার গোষ্ঠীটির ভাষ্য, সৌদির সামাজিক কাঠামো ভাঙতে ইন্টারনেট ব্যবহার এবং সামাজিক মাধ্যমের মাধ্যমে জনশৃঙ্খলা লঙ্ঘনের দায়ে নুরাহকে দোষী সাব্যস্ত করা হয়।

নুরাহকে সৌদির কাউন্টার টেররিজম ও অ্যান্টিসাইবার ক্রাইম আইনের অধীন দোষী সাব্যস্ত করা হয় বলে জানায় ডিএডব্লিউএন।

Link copied!