সৌদি আরবের এক নারীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টের কারণে ৪৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। সৌদির আদালতের নথির উদ্ধৃতি দিয়ে একটি অধিকার গোষ্ঠী এ তথ্য দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ডেমোক্রেসি ফর দ্য আরব ওয়ার্ল্ড নাউ (ডিএডব্লিউএন) নামের অধিকার গোষ্ঠীর ভাষ্যমতে, মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে সৌদি আরবে এ ধরনের দ্বিতীয় ঘটনা ঘটল।
ডিএডব্লিউএন বলছে, কারাদণ্ড পাওয়া নারীর নাম নুরাহ আল-কাহতানি। দোষী সাব্যস্ত হওয়ার পর আপিলে তাঁর এ সাজা হয়েছে।
অধিকার গোষ্ঠীটির ভাষ্য, সৌদির সামাজিক কাঠামো ভাঙতে ইন্টারনেট ব্যবহার এবং সামাজিক মাধ্যমের মাধ্যমে জনশৃঙ্খলা লঙ্ঘনের দায়ে নুরাহকে দোষী সাব্যস্ত করা হয়।
নুরাহকে সৌদির কাউন্টার টেররিজম ও অ্যান্টিসাইবার ক্রাইম আইনের অধীন দোষী সাব্যস্ত করা হয় বলে জানায় ডিএডব্লিউএন।