সেনাবাহিনীতে নিয়োগ পাবেন সৌদি নারীরা

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৩, ২০২১, ০৩:৩৯ পিএম

সেনাবাহিনীতে নিয়োগ পাবেন সৌদি নারীরা

আরেক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ সৌদি আরব। দেশটির নারীরা এবার সেনাবাহিনীতে যোগ দিতে পারবেন। রিয়াদ, মক্কা, আল-কাসিম ও আল-মদিনাসহ দেশটির সাত অঞ্চলের নারীরা সেনোবাহিনীতে চাকরি সুযোগ পাবেন। তবে চাকরির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অন্তত  উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। সৌদি সরকারের এ ঘোষণার মধ্য দিয়ে দেশটিতে নারীদের জন্য আরও একটি কর্মক্ষেত্র উন্মুক্ত হলো।

আরব নিউজের বরাত দিয়ে কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আলজাজিরা জানায়, সৌদি নারীরা এখন থেকে সামরিক বাহিনীর সৈনিক, ল্যান্স করপোরাল, করপোরাল, সার্জেন্ট এবং স্টাফ সার্জেন্ট পদে দায়িত্ব পালন করতে পারবেন।

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পরিকল্পনায় অর্থনৈতিক সংস্কারের অংশ হিসেবে ধারাবাহিকভাবে দেশটির নারীদের জন্য কর্মক্ষেত্র উন্মুক্ত করে দেওয়া হচ্ছে।

দেশটির শপিং মলগুলোতে ক্যাশিয়ার পদে সৌদি নারীদের বসে থাকার দৃশ্য এখন পরিচিত, যেটি আগে শুধু পুরুষদের জন্য সীমাবদ্ধ ছিল। একই সাথে রেস্টুরেন্ট ও কফি শপগুলোতে কাস্টমার সার্ভিসে যুক্ত হয়েছে নারীরা।

যুবরাজ মোহাম্মদ বিন সালমান নারীর ক্ষমতায়নে বিশেষ ভূমিকা পালন করে চলেছেন। ২০১৮ সালে গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয় নারীদের। তার আগ পর্যন্ত সৌদি আরব ছিল একমাত্র দেশ, যেখানে নারীদের গাড়ি চালানোর অনুমতি ছিল না।

২০১৯ সালে প্রথম ঘোষণা এসেছিল নারীরা সামরিক বাহিনীতে যোগ দিতে পারবেন। পরিবারের পুরুষ সদস্যের অনুমতি ছাড়াই নারীরা দেশের বাইরে যেতে পারবে। এমন ঘোষণাও দেওয়া হয় একই বছর। নারীদের ওপর অভিভাবকত্ব নিয়ে এমন কড়াকড়ি তুলে নেওয়ায় ঘরে বাইরে তীব্র সমালোচনার শিকার হয়েছিল সৌদি কর্তৃপক্ষ।

স্থানীয় সংবাদ মাধ্যম আরব নিউজ জানায়, ওজন ও উচ্চতার শর্ত পূরণ করে নারীরা সেনাবাহিনীতে যোগ দিতে পারবে। এক্ষেত্রে শিতক্ষাগত যোগ্যতা অন্তত উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। তবে বিদেশি নাগরিককে বিয়ে করা কোনো নারী সেনাবাহিনীর চাকরির জন্য আবেদন করতে পারবে না।

গত বছর সৌদি আরবের ১০০ নারীকে পাবলিক নোটারি হিসেবে নিয়োগ দেয় দেশটির আইন মন্ত্রণালয়। আর শিগগিরই আদালতে নারী বিচারক নিয়োগের  ঘোষণা দেয় গত জানুয়ারিতে।  

Link copied!