সৌদিতে ঈদুল আজহা উদযাপিত হবে ২৮ জুন

আন্তর্জাতিক ডেস্ক

জুন ১৯, ২০২৩, ০৪:৪৬ এএম

সৌদিতে ঈদুল আজহা উদযাপিত হবে ২৮ জুন

সংগৃহীত ছবি

আসছে ২৮ জুন সৌদি আরবে ঈদুল আজহা উদযাপিত হবে। রবিবার সৌদি আরবের আকাশে সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে ২৮ জুন ঈদুল আজহা উদযাপিত হবে।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এতথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, রবিবার জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ২৭ জুন সৌদিতে পবিত্র আরাফাহ দিবস বা হজ অনুষ্ঠিত হবে ও ২৮ জুন উদযাপিত হবে ঈদুল আজহা।

এর আগে ঈদুল আজহা উদযাপনের তারিখ ঘোষণা করে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ব্রুনাই। চাঁদ দেখা যায়নি বলে এসব দেশে ২৯ জুন (বৃহস্পতিবার) ঈদ উদযাপিত হবে।  

রবিবার জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় মালয়েশিয়া সরকার আগামী ২৯ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপনের ঘোষণা দিয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার আরেক দেশ ব্রুনাইতেও একই দিন ঈদুল আজহা উদযাপিত হবে।

অপরদিকে, ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, দেশের কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় চলতি মাসের ২৯ তারিখ ইন্দোনেশিয়ায় ঈদুল আজহা উদযাপিত হবে।

হিজরি জিলহজ মাসের ১০ তারিখে পালিত হয়ে থাকে ঈদুল আজহা। 

এদিকে, পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণের লক্ষ্যে সোমবার বাংলাদেশে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সন্ধ্যা সোয়া ৭টায় এ বৈঠক হবে। 

Link copied!