সৌদি আরবের জেদ্দায় মার্কিন যুক্তরাষ্ট্রের কনস্যুলেট ভবনের কাছে এক গোলাগুলির ঘটনায় বন্দুকধারী এক ব্যক্তি ও এক নেপালি নিরাপত্তা কর্মী নিহত হয়েছে।
বুধবার সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য জানায়।
এসপিএর প্রতিবেদনে জানা যায়, এক বন্দুকধারী ব্যক্তি কনস্যুলেট ভবনের কাছে গাড়ি থামিয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে বের হন। সে সময় নিরাপত্তারক্ষীরা এগিয়ে এলে তাদের দিকে গুলি ছোঁড়েন ওই ব্যক্তি। এতে উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময় শুরু হয়। গোলাগুলিতে ওই অস্ত্রধারী ঘটনাস্থলে নিহত হয় এবং এক নিরাপত্তাকর্মী আহত হয়। আহত নেপালি নিরাপত্তারক্ষীকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়।
“পরিস্থিতি বিবেচনায় নিয়ে নিরাপত্তা বাহিনী অস্ত্র নিয়ে গাড়ি থেকে বের হওয়া ব্যক্তিকে যথাযথভাবে মোকাবিলা করেছে,” বলেছে সৌদি বার্তা সংস্থা।
তাৎক্ষণিকভাবে ঘটনার মোটিভ এবং বন্দুকধারীর পরিচয় জানা যায়নি। গোলাগুলির কারণ তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে মক্কা অঞ্চলের পুলিশ।