স্কুল প্রাঙ্গণে বিমান বিধ্বস্তে ২ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ১২, ২০২১, ০৫:১৫ পিএম

স্কুল প্রাঙ্গণে বিমান বিধ্বস্তে ২ জন নিহত

যুক্তরাষ্ট্রে একটি বিদ্যালয় প্রাঙ্গণে বিমান বিধ্বস্ত হয়ে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। স্থানীয় সময় সোমবার (১১ অক্টোবর) দেশটির ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান দিয়াগোতে একটি মাধ্যমিক বিদ্যালয়ের ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত দুজনকে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে। তবে বিমানটিতে মোট কতজন আরোহী ছিলেন, সে ব্যাপারে কিছু জানা যায়নি। স্থানীয় গণমাধ্যম ও কর্মকর্তাদের বরাত দিয়ে মঙ্গলবার (১২ অক্টোবর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিমান বিধ্বস্ত হওয়ার পর স্কুল ক্যাম্পাসের পার্শ্ববর্তী বেশ কয়েকটি স্থাপনা আগুনে পুড়ে গেছে। স্থানীয় এক কর্মকর্তা টুইটার বার্তায় জানান, দুর্ঘটনার পর ছড়িয়ে পড়া আগুনে কমপক্ষে দু’টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে বিমানটি বিধ্বস্ত হয় বলেও তিনি জানান ।

সংবাদমাধ্যম এনবিসি সান দিয়াগো জানিয়েছে, বিধ্বস্ত এই বিমানটি সি৩৪০ মডেলের একটি দুই ইঞ্জিন বিশিষ্ট বিমান। সোমবার বিমানটি সান দিয়াগোর মন্টেগোমেরি ফিল্ড থেকে অ্যারিজোনা অঙ্গরাজ্যের ইউমাতে যাচ্ছিল। উড্ডয়নের পরপরই সমস্যা দেখা দিলে একটি মাধ্যমিক স্কুলের পাশে গিলেস্পি ফিল্ডে অবতরণের চেষ্টা করার আগেই বিমানটি বিধ্বস্ত হয়।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (৮ অক্টোবর) জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টার কাছে বিমান  বিমান বিধ্বস্তে ৪জন নিহত হয়। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ছোট বিমানের দুর্ঘটনা বেড়েই চলেছে। স্থানীয় সময় শুক্রবার (৮ অক্টোবর) বেলা সোয়া ১টার দিকে জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টার কাছে একটি ছোট্ট বিমান বিধ্বস্তে চারজন নিহত হয়। বিধ্বস্তের পর বিমানটিতে আগুন ধরে গিয়ে এই হতাহতের ঘটনা ঘটে।

ফেডারেল এভিয়েশন প্রশাসনের উদ্ধৃতি দিয়ে মার্কিন গণমাধ্যম ইউএস নিউজ ও সিএনএন’র খবরে বলা হয়, আটলান্টার উত্তর-পূর্বাঞ্চলীয় দেকাল্ব পিচট্রি বিমাবন্দর থেকে উড্ডয়নের পর এক ইঞ্জিন বিশিষ্ট চেসনা-২১০ বিমানটি শুক্রবার স্থানীয় সময় দুপুর একটা ১০ মিনিটে বিধ্বস্ত হয়। বিধ্বস্তের পর এতে আগুন ধরে যায়। চার আরোহীর সকলেই নিহত হন।

Link copied!