স্বর্ণখনিতে শ্রমিকদের মধ্যে সংঘর্ষে শতাধিক নিহত

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১, ২০২২, ১২:১৫ এএম

স্বর্ণখনিতে শ্রমিকদের মধ্যে সংঘর্ষে শতাধিক নিহত

মধ্য আফ্রিকার দেশ চাদের একটি স্বর্ণখনিতে শ্রমিকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১০০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন। আহতদের বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয়  খবর বিবিসির।

স্থানীয় সময় গতকাল সোমবার দেশটিরপ্রতিরক্ষামন্ত্রী জেনারেল দাউদ ইয়াইয়া ব্রাহিম এ তথ্য জানিয়েছেন বলে বিবিসি’র প্রতিবেদনে বলা হয়।

প্রতিবেদনে বলা হয়, ২৩ মে লিবিয়া সীমান্তের কাছে কৌরি বোগৌদিতে ঘটনার সূত্রপাত হয়। দুই শ্রমিকের তর্ক থেকে এই ভয়াবহ সংঘর্ষ শুরু হয় বলে জানান জেনারেল দাউদ ইয়াইয়া ব্রাহিম।

তিনি জানান, সংঘাতে এখন পর্যন্ত অন্তত ১০০ শ্রমিক নিহত হয়েছেন। ঘটনাস্থল রাজধানী এনজামেনা থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে মধ্য সাহারার তিবেস্তি পর্বতমালার কাঠে ওই খনির অবস্থান।

চাদের প্রতিরক্ষামন্ত্রী বার্তা সংস্থা এএফপিকে জানান, আইনশৃঙ্খলা রক্ষায় ঘটনাস্থলে বিপুলসংখ্যক সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। এবারই প্রথম নয়, স্বর্ণখনিতে শ্রমিকদের মধ্যে আগেও সংঘর্ষ হয়েছে। আপাতত আমরা স্বর্ণখনির কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।

প্রসঙ্গত, প্রায় ১০ বছর আগে চাদের তিবেস্তি পর্বতমালায় স্বর্ণখনি পাওয়া যায়। তারপরই চাদ এবং প্রতিবেশী দেশগুলো থেকে সেখানে ব্যাপক হারে খনি শ্রমিকদের আগমন ঘটে। আর এসব শ্রমিকদের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে প্রায়ই সংঘর্ষ হয়।

Link copied!