হংকংয়ে জিমি লাইসহ ৭ গণতন্ত্রপন্থী দোষী সাব্যস্ত

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১, ২০২১, ১১:২৮ পিএম

হংকংয়ে জিমি লাইসহ ৭ গণতন্ত্রপন্থী দোষী সাব্যস্ত

দুই বছর আগে করা অবৈধ সমাবেশের দায়ে হংকংয়ের বিখ্যাত সাত গণতন্ত্রপন্থীকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

দেশটির মিডিয়া মুঘলখ্যাত জিমি লাই ও জেষ্ঠ্য রাজনীতিবিদ মার্টিন লি’কেও অনুমতিহীন এই পদযাত্রায় অংশ নেওয়ায় অভিযুক্ত করা হয়েছে।

তবে,অভিযুক্ত সাতজনের কেউই এ অভিযোগের দায় স্বীকার না করলেও তাদের কারাবন্দী করা হয়েছে।

এদিন বিচার চলাকালে অল্পসংখ্যক মানুষ আদালতের বাইরে সরকারের রাজনৈতিক দমন-পীড়নের বিরুদ্ধে বিক্ষোভ করেন।

এর আগে অন্য দুই অভিযুক্ত আসামি নিজেদের দোষ স্বীকার করায় ইতোমধ্যে তাদের পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সম্প্রতি অভিযুক্ত সাতজনের সাজার রায় পরবর্তীতে ঘোষণা করা হবে। ২০১৯ সালের গণআন্দোলনের সময় বেইজিংয়ের পাশ হওয়া ‘জাতীয় সুরক্ষা আইনে’র অধীনে এদের কয়েকজনের বিরুদ্ধে আরও কিছু অভিযোগ আনা হয়েছে। যার ফলে যাবজ্জীবন কারাদণ্ডের মতো কঠোর শাস্তিও হতে পারে তাদের।

গণতন্ত্রপন্থীদের আন্দোলন শুরুর পর থেকেই বেইজিং এখানকার স্বাধীণতা ও গণতন্ত্রকামীদের ওপর দমন-পীড়ন বাড়িয়েছে।

চলতি সপ্তাহের শুরুতে চীন হংকংয়ের নির্বাচনী বিধিমালায় পরিবর্তন এনেছে। এরপর থেকে হংকংয়ের সংসদ সদস্য হতে গেলে প্রথমে বেইজিংপন্থী একটি কমিটির অনুমোদন নেওয়া লাগবে।

সূত্র: বিবিসি।

Link copied!