হাসতে হাসতে উত্তর কোরিয়ায় ঢুকে পড়েছেন আমেরিকান সেনা!

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ১৮, ২০২৩, ০৮:৩৮ পিএম

হাসতে হাসতে উত্তর কোরিয়ায় ঢুকে পড়েছেন আমেরিকান সেনা!

দুই কোরিয়ার কড়া নিরাপত্তাধীন সীমান্ত এলাকা দিয়ে উত্তর কোরিয়ায় ঢুকে পড়ে মার্কিন এক নাগরিক আটক হয়েয়েন। বিবিসি জানিয়েছে, হো হো করে হাসতে হাসতে সীমান্তের দিকে যাচ্ছিলেন তিনি।

যুক্তরাষ্ট্রের ওই নাগরিক সীমান্ত এলাকার পানমুনজম গ্রামে ঘুরতে গিয়েছিলেন। সে সময় সীমান্ত পেরিয়ে বিনা অনুমতিতেই তিনি উত্তর কোরিয়ায় ঢুকে পড়েন।

সিবিসি নিউজ জানিয়েছে, এর আগে যুক্তরাষ্ট্রের এক নাগরিক উত্তর কোরিয়ার সীমান্ত অতিক্রম করে দেশটিতে প্রবেশ করেছেন। উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মাঝামাঝি যে অঞ্চলটি বেসামরিক এবং জাতিসংঘ পরিচালনা করে, সেখান দিয়ে তিনি দেশটিতে প্রবেশ করেছেন।

যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাতে সিবিসি নিউজ বলছে, উত্তর কোরিয়ায় প্রবেশ করা মার্কিন সেনাকে শৃঙ্খলাভঙ্গের কারণে দেশে ফিরে আসতে বলা হয়েছিল। কিন্তু তিনি বিমানবন্দর থেকে লুকিয়ে বেরিয়ে যান।

কোনও মার্কিনির সীমান্ত পেরিয়ে উত্তর কোরিয়ায় ঢুকে পড়ার ঘটনা খুবই বিরল। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের মতে, উত্তর কোরিয়ার রাজনৈতিক দমনপীড়ন এবং অর্থনৈতিক দুর্দশা থেকে বাঁচতে ৩০ হাজারেরও বেশি উত্তর কোরীয় দক্ষিণ কোরিয়ায় পালিয়ে গেছে।

Link copied!