১৮০ ছাড়িয়েছে আফগানিস্তানে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৮, ২০২১, ১২:০৫ পিএম

১৮০ ছাড়িয়েছে আফগানিস্তানে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা

কাবুল বিমানবন্দরের বাইরে জোড়া আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৮২ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন ১৩ মার্কিন সেনা সদস্যও। আহত আরো দুই শতাধিক। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় কাবুল বিমানবন্দরের অ্যাবি এবং তার একটু দূরের ব্যারন হোটেলের সামনে জেড়া বোমা হামলার ঘটনা ঘটে। আইএস এর খোরাসান শাখা এ হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়ে বলে, মার্কিন সেনা ও তাদের আফগান মিত্রদের হত্যা করতেই এ হামলা চালানো হয়।

একজন প্রত্যক্ষদর্শীর বরাতে সংবাদ সংস্থা রয়টার্স জানায়, বিমানবন্দর এলাকায় বিস্ফোরণ ঘটার সময় সেখানে প্রায় ৫ শতাধিক মানুষ ছিলো। তারা সবাই আফগানিস্তান ত্যাগ করতেই বিমানবন্দরে গিয়েছিলেন৷ বিস্ফোরণের পর গোলাগুলির শব্দও শোনা যায়।

এদিকে স্থানীয় সময় শুক্রবার (২৭ আগস্ট) আফগানিস্তানের নানগহর প্রদেশে আইএসের একটি ঘাঁটিতে ড্রোন হামলা চালায় মার্কিন সেনাবাহিনী। তাদের দাবি, হামলায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট খোরাসানের (আইএস-কে) একজন সদস্য নিহত হয়েছে। নিহত ব্যক্তি কাবুল বিমানবন্দরে আত্মঘাতী হামলার প্রধান পরিকল্পনাকারী ‘পরিকল্পনাকারী’।

 

সূত্র: আল জাজিরা, ইন্ডিপেন্ডেন্ট

Link copied!