লি পেন নাকি ম্যাকরন, জানা যাবে ২৪ এপ্রিল

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১১, ২০২২, ১১:৩৮ এএম

লি পেন নাকি ম্যাকরন, জানা যাবে ২৪ এপ্রিল

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ধাপে জয়লাভ করেছেন ইমানুয়েল ম্যাকরন। তবে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট না পাওয়ায় দ্বিতীয় দফা ভোটের মুখোমুখি হতে হচ্ছে তাকে। ২৪ এপ্রিল দ্বিতীয় দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দফা ভোটে ডানপন্থী ন্যাশনাল র‌্যালী পার্টির নেতা লি পেনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন ম্যাকরন।

৯৭ শতাংশ ভোটের ফলে দেখা গেছে ল্যা রিপাবলিকা এন মার্শ পার্টির নেতা ইমানুয়েল ম্যাকরণ পেয়েছেন ২৭ দশমিক ৩৫ শতাংশ ভোট, মারিন লি পেন পেয়েছেন ২৩ দশমিক ৯৭ শতাংশ ভোট এবং লা ফ্রান্স ইনসোমাইজ পার্টির নেতা জিয়ান-লাক মেলেনচন পেয়েছেন ২১ দশমিক ৭ শতাংশ ভোট। প্রথম দফা ভোটে মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, যাদের মধ্যে ৩টি দল ১০ শতাংশের বেশি ভোট পেয়েছে।

ভোটকে সামনে রেখে লি পেন ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন। তিনি বলেছেন, সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে, ফ্রান্সের মানুষ কি বিভক্তির রাজনীতি চায়, নাকি জনগণের ঐক্যমত্যের ভিত্তিতে সামাজিক ন্যায়বিচার ভিত্তিক রাষ্ট্র চায়।

বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরণ নির্বাচনী প্রচারণায় ফ্রান্সকে আরও এক্যবদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন। ডানপন্থী পেনকে হারাতে পারলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ চালিয়ে যাওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ২০১৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফায় ৬৬ দশমিক ১ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ম্যাকরন। 

Link copied!