৩০ বছর পর ফ্রান্স পেল নারী প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

মে ১৭, ২০২২, ০৬:২৪ পিএম

৩০ বছর পর ফ্রান্স পেল নারী প্রধানমন্ত্রী

ফ্রান্সের শ্রমমন্ত্রী এলিজাবেথ বর্নিকে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। ফলে দীর্ঘ ৩০ বছর পর ফ্রান্সের প্রধানমন্ত্রী হ‌তে যাচ্ছেন একজন নারী।

ফরাসি প্রেসিডেন্টের সরকারি দপ্তর এলিসি প্যালেস সোমবার এক বিবৃতিতে প্রধানমন্ত্রী হিসেবে এলিজাবেথ বর্নির নিয়োগের বিষয়টি জানায়।

এলিজা‌বেথ ‌বোর্ন তার দীর্ঘ রাজ‌নৈ‌তিক জীবনে বামপ‌ন্থী রাজনী‌তির সঙ্গে স‌ক্রিয়ভা‌বে জ‌ড়িত থাকলেও ২০১৭ সালে তি‌নি ম্যাক্রোন শি‌বিরে যোগ দেন। কোভিড-১৯ এর সময়ে বেশ দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন তিনি।

এর আগে ফ্রান্সের সবশেষ নারী প্রধানমন্ত্রী ছিলেন এডিথ ক্রেসন। ১৯৯১ সালের মে মাস থেকে ১৯৯২ সালের এপ্রিল পর্যন্ত তিনি স্বল্প সময়ের জন্য দায়িত্ব পালন করেন। ওই সময়ে দেশটির প্রেসিডেন্ট ছিলেন ফ্রাঙ্কোইস মিত্তারান্ড।

Link copied!