৫১ জনকে মৃত্যুদণ্ড দিল কঙ্গোর আদালত

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৩০, ২০২২, ১২:০১ পিএম

৫১ জনকে মৃত্যুদণ্ড দিল কঙ্গোর আদালত

প্রায় পাঁচ বছর আগে জাতিসংঘের দুই বিশেষজ্ঞ হত্যার দায়ে ৫১ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ডেমোক্রেটিক রিপাবলিকান কঙ্গোর সামরিক আদালত।

কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার খবরে বলা হয়, সুইডেনের নাগরিক জাইদা কাতালান ও আমেরিকান মাইকেল শার্প ২০১৭ সালের মার্চে দেশটির বিরোধপূর্ণ কাসাই অঞ্চলে যান। সরকারি বাহিনী ও একটি সশস্ত্রগোষ্ঠীর মধ্যে সহিংসতার ঘটনার তদন্ত করতে গিয়েই হত্যাকাণ্ডের শিকার হন তারা। প্রথমে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেলেও পরে ওই বছরের ২৮ মার্চ একটি গ্রামে তাদের মরদেহ পাওয়া যায়।

মানবাধিকার এই দুই কূটনীতিককে হত্যার ঘটনায় আন্তর্জাতিক মহল বেশ নড়েচড়ে বসে। হত্যাকাণ্ডের বিচার দাবিতে আন্তর্জাতিক চাপ বাড়তে থাকে কঙ্গো সরকারের ওপর।  দীর্ঘ চারবছর ধরে বিচার কাজ চলার পর কঙ্গোর সামরিক আদালত এই দণ্ড ঘোষণা করেন। দেশটির কর্তৃপক্ষ দাবি করে সশস্ত্রগোষ্ঠীর লোকেরা তাদের হত্যা করেছে।

Link copied!