যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার ৭০০ কোটি ডলারের শেয়ার বিক্রি করেছেন এর প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। গতকাল মঙ্গলবার প্রকাশিত এ–সংক্রান্ত একটি নথি থেকে এমন তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এপ্রিল-মে মাস থেকেই মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম টুইটারকে নিয়ে একের পর এক নাটকীয়তার জন্ম দিচ্ছেন মাস্ক। প্রথমে টুইটারের ৯.২ শতাংশ শেয়ার কিনে নিয়েছেন বলে ঘোষণা দিয়ে আলোড়ন তোলেন তিনি। ১৪ এপ্রিল চার হাজার চারশ কোটি ডলারে পুরো কোম্পানি কিনে নেওয়ার প্রস্তাব দেন মাস্ক।
তারপর জুলাই মাসেই টুইটারের পরিচালনা পর্ষদের সঙ্গে কোম্পানির সকল শেয়ার কিনে নেওয়ার সমঝোতা চুক্তি বাতিল করার জন্য স্থানীয় বাজার নিয়ন্ত্রকসংস্থার কাছে আবেদন করেন মাস্ক।
গতকাল মাস্ক এক টুইট বার্তায় বলেন, টুইটার এই চুক্তি বাতিল করতে বাধ্য করার সময় এবং কয়েকজন অংশীদার এগিয়ে না আসায় (অপ্রত্যাশিতভাবে) জরুরি ভিত্তিতে টেসলার শেয়ার বিক্রি এড়ানো গুরুত্বপূর্ণ।
এদিকে মাস্ক আর টুইটারের নাটকীয়তার উত্তাপ লেগেছে টেসলার গায়েও। শেয়ারবাজারে দরপতনের মুখে পড়েছে কোম্পানিটি।