‘পুতিন নারী হলে ইউক্রেনে আক্রমণ ও সহিংসতা চালাতেন না’

আন্তর্জাতিক ডেস্ক

জুন ২৯, ২০২২, ১১:১৭ পিএম

‘পুতিন নারী হলে ইউক্রেনে আক্রমণ ও সহিংসতা চালাতেন না’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নারী হলে ইউক্রেনে যুদ্ধ শুরু করতেন না বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।

স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে জার্মান গণমাধ্যম জেডডিএফকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রিটিশ প্রধানমন্ত্রী এ মন্তব্য করে।

স্পেনের রাজধানী মাদ্রিদে ন্যাটোর শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আগ মুহূর্তে বরিস জনসনের কাছ থেকে এমন মন্তব্য এল।

ওই সাক্ষাতকারে পুতিনের কঠোর সমালোচনা করে বরিস জনসন বলেন, “পুতিন যদি একজন নারী হতেন, যা তিনি স্পষ্টতই নন, তবে তিনি যদি হতেন তবে আমি সত্যিই মনে করি না যে তিনি আক্রমণ ও সহিংসতার যে পাগলামি শুরু করেছেন আদতে তা করতেন।”

ইউক্রেনে পুতিনের আগ্রাসনকে ‘বিষাক্ত পুরুষত্বের একটি নিখুঁত উদাহরণ’ আখ্যা দিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, “আপনি যদি বিষাক্ত পৌরুষের একটি নিখুঁত উদাহরণ চান, তবে তিনি (পুতিন) ইউক্রেনে যা করছেন, সেটিই তা।”

জনগণ অবশ্যই যুদ্ধের অবসান চায়-স্বীকার করে বরিস জনসন আরও বলেন, “এই মুহূর্তে কোনও চুক্তির সুবিধা পাওয়া যাচ্ছে না। পুতিন শান্তির প্রস্তাব দিচ্ছেন না।”

তবে বরিস বলেন, জি-৭ নেতারা খুব করে ইউক্রেন যুদ্ধের সমাপ্তি চান। পশ্চিমাদের অবশ্যই ইউক্রেনের সামরিক কৌশলকে সমর্থন করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

Link copied!