টাঙ্গুয়ার হাওর থেকে গ্রেপ্তার ২৪ বুয়েটশিক্ষার্থীসহ ৩২ জনের জামিন

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২, ২০২৩, ০৫:১৪ পিএম

টাঙ্গুয়ার হাওর থেকে গ্রেপ্তার ২৪ বুয়েটশিক্ষার্থীসহ ৩২ জনের জামিন

সংগৃহীত ছবি

সরকারের বিরুদ্ধে গোপন ‘ষড়যন্ত্র’ এবং ‘জননিরাপত্তা বিঘ্নিত করার আশঙ্কা’ অভিযোগে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর থেকে গ্রেপ্তার বুয়েটের ২৪ শিক্ষার্থীসহ ৩৪ জনের মধ্যে ৩২ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত।

এছাড়া গ্রেপ্তার আরও ২ জনের বয়স ১৮ বছরের কম হওয়ায় তাদের জামিন শুনানি শিশু আদালতে স্থানান্তর করা হয়েছে।

বুধবার (২ আগস্ট) দুপুরে এই শিক্ষার্থীদের জামিন আবেদনের ওপর শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক ফারহান সাদিক।

বিষয়টি নিশ্চিত করেছেন বিবাদীপক্ষের আইনজীবী ও সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি তৈয়বুর রহমান বাবুল।

এর আগে গত রবিবার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার নতুনবাজার এলাকায় একটি হাউজবোট থেকে এই শিক্ষার্থীদের আটক করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদ শেষে সোমবার বিকেলে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের পরিকল্পনার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ তাদের গ্রেপ্তার দেখায়। পরে তাদের সুনামগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা ইসলামী ছাত্রশিবিরের সাথে জড়িত। তবে সংবাদ সম্মেলন করে আটক শিক্ষার্থীদের অভিভাবকরা বলেছেন, তারা কোনো ধরনের রাজনীতির সাথে যুক্ত না।

Link copied!