জুন ২৪, ২০২৩, ০১:৫২ এএম
‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র প্রতিষ্ঠাতা শামিন মাহফুজ ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
শুক্রবার রাত ১০টার দিকে ঢাকার ডেমরা থেকে তাদের গ্রেফতার করা হয়।
ডেমরার ধার্মিকপাড়া এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ডেমরা থানার অপারেশন অফিসার (ইন্সপেক্টর) সুব্রত কুমার পোদ্দার। এ সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, ল্যাপটপ, মোবাইল ফোন ও বিস্ফোরক উদ্ধার করা হয়।
এ বিষয়ে শনিবার দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত উপ কমিশনার কে এন রায় নিয়তি।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মো. ফারুক মোল্লা বলেন, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের অভিযানে মোস্ট ওয়ান্টেড শামিন মাহফুজ ও স্ত্রীকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় সিটিটিসি পুলিশের মামলা দায়েরের পর বাকি সব তথ্য সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।
আট মাস আগে জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার নাম আলোচনায় আসে। তখন থেকেই মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা শামিন মাহফুজ।
১৯৯২ সালে রংপুর ক্যাডেট কলেজ থেকে এসএসসি ও ১৯৯৪ সালে এইচএসসিতে পাস করেন শামিন মাহফুজ। দুই পরীক্ষাতেই মানবিক বিভাগ থেকে স্ট্যান্ড করেন তিনি। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হন।
স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর রাজধানীর একটি কলেজে কিছুদিন শিক্ষকতা করেছিলেন শামিন । এরপর শিক্ষক হিসেবে যোগ দেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে। শিক্ষকতার কারণেই জঙ্গি সংগঠনে ‘স্যার’ হিসেবে পরিচিতি পান শামিন।
বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তার বন্ধুত্ব হয় নাথান বমের সঙ্গে, যিনি এখন পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী দল ‘বম পার্টি’র প্রধান।
পাহাড়ের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীদের ছত্রছায়ায় নতুন এ জঙ্গি সংগঠনটির প্রশিক্ষণ নেওয়ার বিষয়টি গত বছরের অক্টোবরে সামনে আসে। সংগঠনটির কয়েকজন গ্রেপ্তার হলে তারা এই সংগঠনের কথা প্রকাশ করে।