জানুয়ারি ২৪, ২০২৬, ০৩:৩৫ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর তেজগাঁওয়ে সেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুছাব্বিরকে হত্যার পেছনে রাজনৈতিক কারণ নয়, বরং চাঁদাবাজি ও জমি-দখলসংক্রান্ত বিরোধই মূল কারণ বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে জানান, মুছাব্বিরকে হত্যার সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের সক্রিয় সন্ত্রাসী ‘দাদা বিনাশ’ জড়িত ছিলেন। এছাড়া তিনি জানান, কারওয়ান বাজার এলাকায় এখনো চাঁদাবাজি সংক্রান্ত ৮ থেকে ৯টি চক্র সক্রিয় রয়েছে।
মুছাব্বিরকে হত্যার ঘটনায় ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে ‘শুটার’ মো. রহিমকে, যাকে নরসিংদী থেকে ডিবি ধরেছে। এর আগে ১১ জানুয়ারি ডিবি ‘শুটার’ জিন্নাত ও পরিকল্পনাকারী বিল্লালসহ চারজনকে গ্রেপ্তার করেছিল।
প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি সন্ধ্যা ৮টা ৪০ মিনিটের দিকে তেজগাঁওয়ের তেজতুরী বাজারের স্টার কাবাবের পেছনে দুর্বৃত্তরা গুলি করে মুছাব্বিরকে হত্যা করে পালিয়ে যায়। পরে তাকে পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
মুছাব্বিরের স্ত্রী সুরাইয়া বেগম অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে তেজগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন।
ডিবি প্রধানের এই তথ্য অনুযায়ী, হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র নেই, বরং আর্থিক লেনদেন ও চাঁদাবাজি-দখলদারির বিরোধই হত্যার মূল কারণ।