নভেম্বর ৯, ২০২৩, ০৩:২৫ পিএম
বিএনপি জামায়াতের ডাকা তৃতীয় দফায় টানা ৪৮ ঘন্টার অবরোধে সারাদেশে প্রতি তিন ঘণ্টায় একটি পরিবহন ও প্রতি চার ঘন্টায় একটি করে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বুধবার (৮ নভেম্বর) সকাল ৬ থেকে ৯ নভেম্বর বৃহস্পতিবার রাত ৭.০০টা পর্যন্ত (৩৭ ঘণ্টা) উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক ১৫টি আগুনের সংবাদ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) ফায়ার সার্ভিস মিডিয়া সেল থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
পরিসংখ্যানে দেখা গেছে, সারাদেশে প্রতি ৩ ঘণ্টায় ১টি করে পরিবহন এবং প্রতি ৪ ঘণ্টায় ১টি করে বাসে আগুনের ঘটনা ঘটেছে। এদিকে ঢাকা সিটিতে প্রায় ৬ ঘণ্টায় ১টি করে বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সারাদেশে ১৫টি আগুনের ঘটনার মধ্যে ঢাকা সিটিতে (হাজারীবাগ, তাতীবাজার, কাকলি, মিরপুর, ধানমন্ডি, বারিধারা, মাতুয়াইল) ৭টি, ঢাকা বিভাগে (গাজীপুর) ৩টি, চট্টগ্রাম বিভাগে (খাগড়াছড়ি) ১টি, রাজশাহী বিভাগ (শিবগঞ্জ, বগুড়া) ১টি, বরিশাল বিভাগে (গৌরনদী, বরগুনা) ২টি, চট্টগ্রাম বিভাগে (নোয়াখালী) ১টি ঘটনা ঘটে। এ ঘটনায় ৯টি বাস, ৪টি কাভার্ড ভ্যান, ২টি ট্রাক পুড়ে যায়।
৮ ও ৯ নভেম্বর পর্যন্ত পরিবহনে অগ্নিসংযোগ বিস্তারিত
৫.২৫-কালীগঞ্জ গাজীপুর, ১টি কাভার্ড ভ্যানে আগুন
১০.১৫-মাটিরাঙ্গা, খাগড়াছড়ি, ১টি কাভার্ড ভ্যানে আগুন
১৮.০৮- মাওনা শ্রীপুর, গাজীপুর, ১টি বাসে আগুন
১৯.২৫-তাতীবাজার মোড়, সদরঘাট, ১টি আকাশ পরিবহন নামে বাসে আগুন
২০.০৮-কাকলি পুলিশ ফাড়ির সামনে, বনানী, ১ টি মিনিবাসে আগুন
২০.৫৫-চন্ডিপাড়া, শিবগঞ্জ, বগুড়া, ১টি ট্রাকে আগুন
২১.১৫-আমতলী, বরগুনা, ১টি সাকুরা পরিবহন বাসে আগুন
২১.২২-ঝিগাতলা, ধানমন্ডি, ১টি রমজান পরিবহন নামে বাসে আগুন
২৩.২৭- বাটাজোর, গৌরনদী, ১টি কাভার্ড ভ্যানে আগুন
১.৪৫-শ্রীপুর, গাজীপুর, ১টি কাভার্ড ভ্যানে আগুন
০২.০০-আমিনবাজার, বেগমগঞ্জ, নোয়াখালী, ১টি ট্রাকে আগুন
০৪.৪৫- বেরিবাধ, হাজারীবাগ, ১টি ভিআইপি পরিবহন নামে বাসে আগুন
০৫.৩৭-মিরপুর ১৩, প্রজাপতি পরিবহন নামে ১টি বাসে আগুন।
১৪.২৫-বাশতলা, শাহজাদপুর, বাড্ডা, রাইদা পরিবহন ১টি বাসে আগুন
১৮.৪৩-মাদ্রাসা বাজার রোড, মাতুয়াইল, যাত্রাবাড়ি, আসিয়ান পরিবহন ১টি বাসে আগুন।
পরিসংখ্যান বিশ্লেষণ করা দেখা গেছে, দিনের বেলা থেকে রাতে অগ্নিকাণ্ডের ঘটনা বেশি ঘটেছে। অপরদিকে ২৮ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত (৫ দিন) উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক মোট ৮২টি আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস।
এরমধ্যে ২৮ অক্টোবর ২৯টি, ২৯ অক্টোবর ১৯টি, ৩০ অক্টোবর ১টি, ৩১ অক্টোবর ১১টি, ১ নভেম্বর ১৪টি, ২ নভেম্বর ৮টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।