দুই ছাত্রলীগ নেতা নির্যাতনের ঘটনায় তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ১১, ২০২৩, ১০:১৩ পিএম

দুই ছাত্রলীগ নেতা নির্যাতনের ঘটনায় তদন্ত কমিটি গঠন

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সাথে বৈঠক করছেন ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

রাজধানীর শাহবাগ থানায় নিয়ে ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে নির্যাতনের অভিযোগে তিন সদস্যের তদন্ত কমিটি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। উপ পুলিশ কমিশনার (অপারেশনস) আবু ইউসুফকে ওই কমিটির সভাপতি করা হয়েছে। কমিটিকে দুই দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

ডিএমপি কমিশনারের পক্ষে উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) শচীন চাকমা স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ১০ সেপ্টেম্বর জাতীয় দৈনিক যুগান্তরে প্রকাশিত ‘ছাত্রলীগের কেন্দ্রীয় দুই নেতাকে শাহবাগ থানায় নির্মম নির্যাতনের অভিযোগ’ শিরোনামে সংবাদের পরিপ্রেক্ষিতে তিন সদস্য বিশিষ্ট কমিটি আগামী দুই কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন ডিএমপি কমিশনার বরাবর জমা দেবে। 

এর আগে সুষ্ঠু তদন্ত করে সর্বোচ্চ বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। সোমবার ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী ইনানসহ ছয় সদস্যের এক প্রতিনিধি দল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সাথে বৈঠক করে এ দাবি জানান।

বৈঠক শেষে সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন বলেন, এই বিষয় নিয়ে আমরা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছি। ডিএমপি কমিশনরা আমাদেরকে আশ্বস্ত করেছেন। তাদেরকে আনুষ্ঠানিক ও মৌখিকভাবে অভিযোগ জানানো হয়েছে। 

ছাত্রদলের নিন্দা সম্পর্কে সাদ্দাম বলেন, তারা এই ঘটনাকে কেন্দ্র করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। কোন ধরনের অপরাজনীতি এই ঘটনাকে কেন্দ্র করে করতে দেওয়া হবে না।

Link copied!