বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন, নিহত ৪

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৫, ২০২৪, ০৩:৪৯ পিএম

বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন, নিহত ৪

সংগৃহীত ছবি

রাজধানীর গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে দগ্ধ হয়ে কমপক্ষে চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

ঘটনাস্থলে উপস্থিত র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন সাংবাদিকদের এ তথ্য জানান।  

শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টা ৫ মিনিটে  দুর্বৃত্তরা বেনাপোল এক্সপ্রেস ট্রেনেটিতে আগুন দেয় বলে জানায়, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি ​​অফিসার ফরহাদুজ্জামান।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাঈন উদ্দিন জানায়, আগুন লাগার প্রায় এক ঘন্টা পর একজনের মৃতদেহ উদ্ধার করেছে তারা। দগ্ধ হয়েছেন বেশ কয়েকজন। 

রাত ১০টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান  মাঈন উদ্দিন

আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করেছে বলেও জানান তিনি।

বর্তমানে উদ্ধার তৎপরতায় ফায়ার সার্ভিসের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরাও যোগ দিয়েছেন।

উল্লেখ্য, বেনাপোল থেকে যাত্রী নিয়ে ট্রেনটি ঢাকায় আসছিল। কমলাপুর রেলস্টেশনে পৌঁছানোর অল্প কিছুক্ষণ আগে ট্রেনটিতে আগুন লাগে। 

 

Link copied!