ইফতারের পর চুরি: ঘরে থাকা নারীর চিৎকারে পালালেন দুই যুবক

জাতীয় ডেস্ক

মার্চ ১৭, ২০২৪, ০৩:৩১ পিএম

ইফতারের পর চুরি: ঘরে থাকা নারীর চিৎকারে পালালেন দুই যুবক

ছবি: সংগৃহীত

ইফতারের আগে দেয়ালের ওপর বসেছিলেন দুই যুবক। মাগরিবের আজান দিলে ইফতার করেন তারা। এরপর তারা দুজনেই চুরি করতে ঢোকেন সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) হুমায়ুন বাশারের বাড়িতে। তবে সেখানে অবস্থানরত এক নারী দেখে ফেলায় পালিয়ে যান তারা।

ঘটনা শনিবারের। লক্ষ্মীপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের আবিরনগর এলাকায় দেওয়ান বাড়িতে এ ঘটনা ঘটে।

রোববার (১৭ মার্চ) সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল আলম। স্থানীয় একটি সিসি ক্যামেরার ফুটেজে ইফতারের পর চোরদের চুরির চেষ্টা করতে দেখা যায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যায় হুমায়ুন বাশারের স্ত্রী ফারজানা আক্তার সন্তানদের নিয়ে তার বাবার বাড়ি কমলনগর উপজেলার চরফলকন ইউনিয়নে বেড়াতে যান। যাওয়ার সময় প্রতিবেশী রোকেয়া বেগমকে ঘরের চাবি দিয়ে যান। এরপর শনিবার ইফতারের পর রোকেয়া বেগম দেখতে পান দুই যুবক ওই পুলিশ কর্মকর্তার বাড়িতে ঢোকার চেষ্টা করছে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হতে থাকে। একপর্যায়ে ওই দুই যুবক দেয়াল টপকে পালিয়ে যায়। তাদেরকে ধরার চেষ্টা করলে অস্ত্র দেখিয়ে পালিয়ে যায় ওই দুই চোর।

স্থানীয় একটি সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, দুই যুবক হেঁটে আসছেন। এর মধ্যে একজনের হাতে পলিথিনে ইফতার সামগ্রী। পরে তারা আজান দিলে দেয়ালে বসে ইফতারও করেন। এরপরই পুলিশের বাড়ির ভেতর ঢোকার চেষ্টা করেন।

লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) জহিরুল আলম সাংবাদিকদের বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি। বাড়িটি খালি থাকায় এ ঘটনা ঘটেছিল।’

সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, ‘ঘটনাটি শুনেছি। তবে এখনো পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘১৪ মার্চ চুরির ঘটনায় পুলিশ কাজ করছে। এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। ওই ঘটনা ডাকাতি নয়, চুরির ঘটনা ছিল। খুব শিগগিরই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’

Link copied!