যেসব অভ্যাস বাড়াতে পারে ব্রণের সমস্যা

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৫, ২০২২, ১১:০৩ এএম

যেসব অভ্যাস বাড়াতে পারে ব্রণের সমস্যা

ব্রণের সমস্যায় অনেকেই ভোগেন। এই সমস্যা কারো কারো ক্ষেত্রে দীর্ঘদিন থাকে। সবার আগে খুঁজতে হবে ব্রণের কারণ। বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন, এমন অনেক বিষয় রয়েছে যেগুলো নীরবে বাড়িয়ে দিতে পারে ব্রণের সমস্যা।

চুলের প্রসাধনী

চুলের কিছু কিছু প্রসাধন সামগ্রীতে অতিরিক্ত তেল থাকে। এই তেল মাথার ত্বকে থাকা রন্ধ্রগুলির মুখ বন্ধ করে দিতে পারে। আবার মাথায় মাখার প্রসাধনী ঠিক মতো পরিষ্কার না করা হলেও একই সমস্যা দেখা দিতে পারে। আর তাতেই মাথার ত্বকে ও সংলগ্ন অঞ্চলে দেখা দিতে পারে ব্রণ।

সানস্ক্রিন

রোদ থেকে বাঁচতে সানস্ক্রিন লোশন মাখা খুবই জরুরি। কিন্তু প্রয়োজনের বেশি মাখলে, বাড়তি ক্রিম বা লোশন থেকে যেতে পারে ত্বকে। চুলের প্রসাধনীর মতোই অতিরিক্ত সানস্ক্রিন ক্রিমও বন্ধ করে দিতে পারে ত্বকের বিভিন্ন রোমকূপ। ফলে তৈরি হতে পারে ব্রণ।

দাড়ি কাটলে

দাড়ি কাটলে কিংবা মুখের লোম তুলতে ওয়াক্সিং করালে অনেক সময়ে দেখা দিতে পারে ব্রণ। রোমকূপে প্রদাহ তৈরি হলে কখনও কখনও সেগুলো ফুলে ওঠে।

গর্ভনিরোধক বড়ি

অনেক নারীকে নিয়মিত গর্ভনিরোধক বড়ি খেতে হয়। এই ধরনের ওষুধের মধ্যে যেগুলো হরমোন নির্ভর, সেই ওষুধগুলোর পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে মুখে ব্রণ দেখা দিতে পারে। এমন সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

Link copied!